গাজায় ইসরায়েলের হামলায় বহুতল ভবন ধ্বংস, নিহত অন্তত ৬৫

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ধ্বংস হয়েছে আরো একটি বহুতল ভবন এবং নিহত হয়েছেন অন্তত ৬৫ জন। সোমবার (৮ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে আল জাজিরা।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, এখন পর্যন্ত অন্তত ৫০টি ভবন ধ্বংস হয়েছে, ফলে হাজারো পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। সর্বশেষ গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাজার আল-রুয়া টাওয়ার, যেখানে ছিল ২৪টি অ্যাপার্টমেন্ট, দোকান, একটি ক্লিনিক ও একটি জিম।
ইসরায়েলি সেনারা দাবি করেছে, বাসিন্দাদের সরতে বলার পরই তারা হামলা চালিয়েছে। তবে ঘটনাস্থলের কাছে থাকা ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া আল জাজিরাকে বলেন, অবস্থা ভয়াবহ। শত শত পরিবার আশ্রয় হারিয়েছে। ইসরায়েল জোর করে মানুষকে দক্ষিণে সরাতে চাইছে। অথচ সবাই জানে, দক্ষিণেও নিরাপদ আশ্রয় নেই।
আরো পড়ুন : হামাসকে শেষ সতর্কবার্তা দিলেন ট্রাম্প
গত কয়েকদিন ধরেই গাজার বিভিন্ন বহুতল ভবনে টার্গেটেড হামলা চালাচ্ছে ইসরায়েল। শুক্রবার মুশতাহা টাওয়ার এবং শনিবার সউসি টাওয়ার ধ্বংসের পরও অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এক পরিবারের সদস্যরা জানান, আমরা কিছুই নিতে পারিনি। আধা ঘণ্টার মধ্যেই ভবনটিকে ধ্বংস করা হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, সেনারা সন্ত্রাসী অবকাঠামো ও সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করছে। তবে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, আবাসিক এলাকা, স্কুল, মসজিদ ও সরকারি ভবনও হামলার শিকার হচ্ছে। প্রতি পাঁচ থেকে দশ মিনিট অন্তর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে গাজা সিটির বিভিন্ন এলাকায়।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ইসরায়েলের ‘মানবিক নিরাপদ অঞ্চল’ সংক্রান্ত দাবি মিথ্যা। দক্ষিণের খান ইউনিসে এমন এলাকা ঘোষণা করার পরও একাধিকবার হামলা চালানো হয়েছে।
সর্বশেষ হামলায় গাজা সিটির পশ্চিমে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত আল-ফারাবি স্কুলে বোমা পড়লে অন্তত আটজন নিহত হন, যাদের মধ্যে শিশু রয়েছে।
গত আগস্টে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে। এরই ধারাবাহিকতায় এক মাসের ব্যবধানে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত এক লাখ ফিলিস্তিনি।