ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম

ছবি : প্রতীকী
কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন, সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা দীর্ঘ ৫-৬ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন। তাহমিনার দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে কুমিল্লা ইপিজেডে চাকরি করেন, ছোট ছেলে আইন বিষয়ে পড়াশোনা করছেন। অন্যদিকে মেয়ে সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তেন।
আরো পড়ুন : হাটহাজারীতে সংঘর্ষ, থানার ওসি প্রত্যাহার
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। ভাড়া বাসার কক্ষের বিছানার ওপর মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, খবর পাওয়ার পর রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে যাই। খাটের নিচে একটি বালিশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।