চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:০৯ পিএম

ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় হানিফ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হারবাংয়ের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন।
তিনি বলেন, হানিফ পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা অনেক যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। পরে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের টিম এবং স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে ৬ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ সময় দুইজনকে মৃত্যু উদ্ধার করা হয়। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি।