রংপুর-১ আসনে এনসিপির প্রার্থী আল মামুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
রংপুর-১ আসনে এনসিপির প্রার্থী আল মামুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সম্মুখসারির জুলাই যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক মো. আল মামুনকে রংপুর-১ আসনে শাপলা কলি প্রতীকের মনোনয়ন দিয়েছে দলটি।
আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন। এ সময় দলীয় নেতারা জানান, আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা আল মামুনকে বিবেচনায় নিয়েই তাকে রংপুর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রাথমিক তালিকা অনুযায়ী- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে, ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। গত ৩ নভেম্বর এই আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।
অন্যদিকে, পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে লড়বেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
এদিকে, নরসিংদী ২ আসন থেকে লড়বেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। প্রসঙ্গত, দ্বিতীয় তালিকায় রাষ্ট্র সংষ্কারে আগ্রহী জামায়াত-বিএনপি প্রার্থীদের রাখা হবে বলে ঘোষণা দেয় দলটি।
