পদত্যাগ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন, তার পদত্যাগ সংক্রান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টার নিয়মিত বৈঠক হয়। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই উপদেষ্টার সম্ভাব্য পদত্যাগের প্রসঙ্গ ওঠে। সন্ধ্যায় সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা নিশ্চিত হন যে আসিফ মাহমুদ বুধবারই পদত্যাগ করছেন।
এর আগে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা আরো সময় চান। পরে মাহফুজ আলম জানান, তিনি সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত থাকতে চান এবং সে ক্ষেত্রে নির্বাচন করবেন না।
আরো পড়ুন : নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যায়
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, গত মাসের মাঝামাঝি সময়ে দুই উপদেষ্টার পদত্যাগ বিষয়ে আবারও সরকারের উচ্চপর্যায় থেকে চাপ আসে। উপদেষ্টা পরিষদের অনেকেই মনে করছেন, তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারের সঙ্গে যুক্ত দুই উপদেষ্টার আর পদে থাকা যুক্তিযুক্ত হবে না। তারা নির্বাচন করুক বা না-ই করুক, তাদের পদত্যাগ করতেই হবে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন এতে স্থান পান। তাদের মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেও পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আর মাহফুজ আলম প্রথমে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
