×

সরকার

ভাতা দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

ভাতা দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভাতার দাবিতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন নন-ক্যাডার কর্মকর্তা–কর্মচারীরা।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অবস্থিত অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন। এ সময় তারা ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে সচিবালয়ের গেটে দেখা যায়, বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত শতাধিক নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী হ্যান্ড মাইকে তাদের দাবি জানাচ্ছেন। তারা সচিবালয়ের কর্মীদের একে একে জড়ো করে আন্দোলনকে আরো বিস্তৃত করার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অর্থ মন্ত্রণালয়ের গেটে অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অবস্থান নেওয়া আন্দোলনকারীরা বলেন, আমাদের জন্য জিও (সরকারি আদেশ) প্রকাশ না করা পর্যন্ত সচিব বা উপদেষ্টা কেউই বের হতে পারবেন না। আমরা শুনেছি সচিব সাহেব বের হওয়ার চেষ্টা করছেন, কিন্তু দাবি না মানলে তাকে কোনোভাবেই বের হতে দেবো না। এমনকি পুলিশ প্রটেকশন নিয়েও তারা বের হতে পারবেন না।

আরো পড়ুন : নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যায়

আন্দোলনকারীরা আরো অভিযোগ করেন, এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত মহার্ঘ্য ভাতা কার্যকর করেনি সরকার। নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে অর্থ উপদেষ্টা পরিষ্কার জানিয়ে দেন। এসব ক্ষোভ থেকেই আজকের অবরোধ কর্মসূচির জন্ম।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে এই অবরোধ চলছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যক্তিগত জমিতে হাসপাতাল নির্মাণের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী সিগমার

ব্যক্তিগত জমিতে হাসপাতাল নির্মাণের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী সিগমার

জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা

জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

ভাতা দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ

ভাতা দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App