সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম

ছবি : সংগৃহীত
ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ (মঙ্গলবার) মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করায় পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আজকের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ও রোমাঞ্চকর। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ লড়াই।
এই ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা। এর আগে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ মোট ১০টি ওয়ানডে সিরিজ খেলেছে, যার মধ্যে কেবল ২০২১ ও ২০২৪ সালে ঘরের মাঠে সিরিজ জিতেছিল তারা। বিদেশের মাটিতে এখনও জয়ের স্বাদ পায়নি লাল-সবুজ বাহিনী।
ক্রিকেট পরিসংখ্যান বলছে, পাল্লেকেলে স্টেডিয়ামে সাধারণত হাই-স্কোরিং ম্যাচ হয়ে থাকে। ফলে ম্যাচে টস জিতে আগে ব্যাট করাই হতে পারে সেরা কৌশল। বড় রানে প্রতিপক্ষকে চাপে ফেলার লক্ষ্য থাকবে দুই দলেরই।
এখন পর্যন্ত ৫৯ বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যেখানে লঙ্কানদের জয় ৪৪টি ম্যাচে, আর বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচে। ২টি ম্যাচে কোনো ফল আসেনি। সিরিজ পরিসংখ্যানেও শ্রীলঙ্কা এগিয়ে—৬টি সিরিজ জয়, ২টি ড্র, আর বাংলাদেশের ঘরে জয় মাত্র ২ বার।
বাংলাদেশ শিবিরে কিছুটা দুশ্চিন্তার নাম নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে তিনি অনিশ্চিত। যদি শান্ত খেলতে না পারেন, তবে তার জায়গায় একাদশে দেখা যেতে পারে ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে থাকা বাঁহাতি ব্যাটার নাঈম শেখকে।
এছাড়া সিরিজ নির্ধারণী এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। কন্ডিশন ও উইকেট বিবেচনায় তার গতি কাজে আসতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ : পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে/মিলান রত্ননায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা