×

ক্রিকেট

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

ছবি : সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রেক্ষাপটে জাতীয় দলের বিশ্বকাপ–সংক্রান্ত সব প্রস্তুতি কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী করণীয় সম্পর্কে পরে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। একই সঙ্গে বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ না করলে বিকল্প কী পরিকল্পনা নেওয়া যেতে পারে, সে বিষয়ে একটি সমান্তরাল রূপরেখা প্রস্তুত করে জমা দিতে দল পরিচালনা বিভাগকে নির্দেশ দিয়েছে পিসিবি।

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশকে কেন্দ্র করে চলমান অনিশ্চয়তা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগকে ‘যৌক্তিক ও ন্যায্য’ বলেও অভিহিত করা হয়েছে।

আরো পড়ুন : তবে কি শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা

সূত্রের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ইস্যুর কোনো সমাধান না হলে পাকিস্তানও নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করতে পারে। এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও পুনর্বিবেচনার পথে হাঁটতে পারে পিসিবি।

সব মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ ঘিরে সৃষ্ট পরিস্থিতি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা এই আসর।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যদি একযোগে কঠোর অবস্থান বজায় রাখে, তাহলে আইসিসিকে সমঝোতার পথ খুঁজতেই হবে। অন্যথায়, বিশ্বকাপ শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেট আরেকটি বড় কূটনৈতিক ও ক্রীড়া সংকটে পড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল

শাকসু নির্বাচন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল

সাভারে সাত মাসে ৬ খুন, গ্রেপ্তার ভবঘুরে সম্রাট

সাভারে সাত মাসে ৬ খুন, গ্রেপ্তার ভবঘুরে সম্রাট

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

স্থগিত শাবিপ্রবির শাকসু নির্বাচন

স্থগিত শাবিপ্রবির শাকসু নির্বাচন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App