সাভারে সাত মাসে ৬ খুন, গ্রেপ্তার ভবঘুরে সম্রাট
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি : সংগৃহীত
সাভারে সাম্প্রতিক সাত মাসে ছয়টি হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশ তদন্তে উঠে এসেছে এক ভবঘুরে যুবক মশিউর রহমান খান সম্রাটের (৩৫) নাম। রোববার (১৮ জানুয়ারি) সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানা থেকে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) আরাফাতুল ইসলাম সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্রাট সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার মৃত সালামের ছেলে এবং বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।
পুলিশের বরাত দিয়ে বলা হয়, সাত মাস আগে সম্রাট সাভার পৌর এলাকার মডেল মসজিদের পাশে আসমা নামে এক বৃদ্ধাকে খুন করেন। এরপর ২৯ আগস্ট রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টারে হাত-পা বেঁধে এক যুবককে হত্যা করেন। ১১ অক্টোবর রাতে একই স্থানে অজ্ঞাত (৩০) বয়সী এক নারীর মরদেহ উদ্ধার হয়। ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের পোড়া মরদেহ পাওয়া যায়।
আরো পড়ুন : বৈধ অস্ত্র থানায় জমা দিতে সময়সীমা বেঁধে দিলো সরকার
পুলিশের তথ্য অনুযায়ী, কমিউনিটি সেন্টারে স্থাপন করা সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সম্রাটকে শেষ দুটি হত্যার ঘটনায় শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএসপি আরাফাতুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয় স্বীকার করেছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না তা তদন্ত চলছে। নিহত পাঁচ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী, ওসি অপারেশন হেলাল উদ্দিনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
