×

ক্রিকেট

আসিফ নজরুল

চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, অযৌক্তিক শর্ত মেনে বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না।

বার্তা সংস্থা এএফপি আগেই জানিয়েছিল, বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নেয়, তবে তাদের স্থলে সুযোগ না পাওয়া দলের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে। এ বিষয়ে আসিফ নজরুল বলেন, আমার জানা অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি।

বিবিসি জানায়, ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়নি। বিসিবি সম্মানিত থাকায় স্কটল্যান্ডও আইসিসির সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে না।

আসিফ নজরুল বলেন, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে এবং আমাদের ওপর অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা তা মেনে নেব না। পাকিস্তানের ক্ষেত্রে যেমন আইসিসি ভেন্যু পাল্টেছে, আমরা আমাদের যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছি।

আরো পড়ুন : তবে কি শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা

নিরাপত্তাশঙ্কার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই আইসিসিকে চিঠি দিয়েছে, যাতে নিজেদের ম্যাচগুলো ভারতে না খেলে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুমতি দেওয়া হয়। ঢাকায় চলতি সপ্তাহে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হলেও কোনো সমাধান হয়নি।

ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং ভারতীয় সংবাদমাধ্যম সোমবার জানিয়েছে, বিসিবিকে সিদ্ধান্ত জানাতে বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, আইসিসি এই সময়সীমা কখনো নির্ধারণ করেনি।

৩ জানুয়ারি, ভারতের কিছু উগ্র সমর্থকদের প্রতিবাদের কারণে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়। এরপর নিরাপত্তাশঙ্কার কারণে বাংলাদেশ সিদ্ধান্ত নেয়, টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতে অংশগ্রহণ করা হবে না।

টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতা ও মুম্বাইয়ে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

আসিফ নজরুল চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

পে কমিশনের সুপারিশ জমা হবে যেদিন

পে কমিশনের সুপারিশ জমা হবে যেদিন

সিআইডিকে তদন্ত প্রতিবেদন দিতে আরো ৫ দিনের সময়

ওসমান হাদি হত্যা মামলা সিআইডিকে তদন্ত প্রতিবেদন দিতে আরো ৫ দিনের সময়

নিকারের সভায় ৪ নতুন থানা ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তন অনুমোদন

নিকারের সভায় ৪ নতুন থানা ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তন অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App