পে কমিশনের সুপারিশ জমা হবে যেদিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি : সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৫টায় সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।
ড. সালেহউদ্দিন বলেন, সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন। প্রতিবেদনে এই সুপারিশই থাকবে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান।
আরো পড়ুন : নিকারের সভায় ৪ নতুন থানা ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তন অনুমোদন
পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান সব সদস্যকে সঙ্গে নিয়ে প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেবেন। প্রতিবেদন জমার সময় অর্থ উপদেষ্টাও নিজে উপস্থিত থাকবেন।
তবে পে কমিশনের প্রতিবেদনের বিস্তারিত জমার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা। তিনি শুধু জানিয়েছেন যে, সরকারি চাকরিজীবীদের স্বার্থ বিবেচনা করে এই সুপারিশ করা হয়েছে।
