×

অপরাধ

ভ্যাট-ট্যাক্স ফাঁকির বিষয়ে বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে দুদকে অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:৫৫ পিএম

ভ্যাট-ট্যাক্স ফাঁকির বিষয়ে বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে দুদকে অভিযোগ

ভ্যাট-ট্যাক্স ফাঁকির বিষয়ে বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে দুদকে অভিযোগ

বেঙ্গল বিস্কুট লিমিটেডের ভ্যাট ও ট্যাক্স ফাঁকির বিষয়ে অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন জমা দেন ইকবাল হোসেন নামের এক ব্যক্তি। অভিযোগপত্রে বলা হয়েছে, বেঙ্গল বিস্কুট লিমিটেড দীর্ঘদিন ধরে ভ্যাট, ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা করে আসছে। কোম্পানির চেয়ারম্যান হাসান আহাম্মেদ ও পরিচালক আসওয়াদের সহযোগীয় শত কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছে বেঙ্গল বিস্কুট। ট্যাক্স ও ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য ভুয়া মূসক চালান কপি সংযুক্ত ব্যবহার করে শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। 

বেঙ্গল বিস্কুট কোম্পানির দুটি মাঝারি ধরনের অটোমেটিক বিস্কুট লাইন ও দুটি বড় ধরনের অটোমেটিক বিস্কুট লাইন, একটি ক্যান্ডি লাইন এবং একটি বেকারি বিস্কুট তৈরির উৎপাদন লাইন রয়েছে। কোম্পানিটি প্রতিদিন প্রায় ৭০ মেট্রিক টন বিস্কুট ও ক্যান্ডি উৎপাদন করে। কোম্পানিতে মোট ২২৫০ জন কাজ করে অথচ পাবলিক একাউন্সে লোক দেখায় ৭৫০ জন। ভ্যাট, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য মাসে সংশ্লিষ্টদের সম্মানী দেয়।

এতে আরও উল্লেখ করা হয়, ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য ভুয়া মূসক চালান ব্যবহার করে ফ্যাক্টরি মানেজারের স্বাক্ষরের পর বড় কভার ভ্যান-ট্রাকের মাধ্যমে ১২ থেকে ১৩টি ট্রাকে করে স্কুট ও ক্যান্ডি বিভিন্ন বিক্রয় কার্যালয়ে বিক্রির জন্য পাঠায়। ভ্যাট কর্মকর্তাদের ফাঁকি দেওয়ার জন্য প্রতিদিন সন্ধ্যার পর থেকে সকাল ১০টা পর্যন্ত ট্রাকগুলো লোড করে থাকে।কোম্পানি সারা বাংলাদেশে ২৬টি বিক্রয় কার্যালয়ের মাধ্যমে বিস্কুট ও ক্যান্ডি প্রতি মাসে গড়ে প্রায় ২৯ থেকে ৩০ কোটি টাকার পণ্য উৎপাদন ও বিক্রয় করে থাকে। 

এসব পণ্য বিক্রি করে প্রতি মাসে প্রায় ১ কোটি পঞ্চাশ লাখ টাকার উপরে শুধু ভ্যাটই ফাঁকি দেয়। এ ছাড়া পার্টি পেমেন্টের উপর অ্যাডভান্স ট্যাক্স ও বছরে প্রচুর পরিমাণে ট্যাক্স ফাঁকি দিয়ে সরকার ও শেয়ারহোল্ডারদের ঠকাচ্ছে। বিষয়টি নিয়ে শুল্ক ও ভ্যাট গোয়েন্দা, সংস্থা তদন্ত করলে সঠিক তথ্য বেড়িয়ে আসবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দুদক চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টি বাধা পেরিয়ে ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে গেলেন রিজভী

বৃষ্টি বাধা পেরিয়ে ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে গেলেন রিজভী

 হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

আবারো রাজপথে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল শিক্ষার্থীরা

আবারো রাজপথে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল শিক্ষার্থীরা

নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App