×

ফুটবল

ঢাকায় আসছেন ২ ফুটবল কিংবদন্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

ঢাকায় আসছেন ২ ফুটবল কিংবদন্তি

ছবি : সংগৃহীত

বাংলাদেশে আসছেন দুই মহাদেশের দুই ফুটবল কিংবদন্তি—ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। আগামী ৫ থেকে ১১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে’ যোগ দেবেন তারা।

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেটুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। সেখানে কাফুর পাশাপাশি উপস্থিত থাকবেন ক্যানিজিয়া—দুই দেশের ফুটবল ঐতিহ্যের এক অনন্য প্রতীক হিসেবে।

আয়োজক এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই দুই কিংবদন্তির আগমন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।

আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া ছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সতীর্থ। ১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। অন্যদিকে, ব্রাজিলের কাফু ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন এবং ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলেছেন।

আরো পড়ুন : ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’-এ অংশ নেবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ক্লাব ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের একটি বাছাইকৃত দল। এছাড়া, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি বয়সভিত্তিক দল গঠন করবে, যারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে লাতিন তারকাদের বিপক্ষে।

এক ভিডিও বার্তায় ক্যানিজিয়া বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে বলেন, হ্যালো বাংলাদেশ! আমি ক্লদিও ক্যানিজিয়া। এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। আশা করি শিগগিরই ১১ ডিসেম্বর এএফবি লাতিন-বাংলা সুপার কাপে তোমাদের সঙ্গে দেখা হবে এবং একসঙ্গে উপভোগ করব।

এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের কর্ণধার এমডি আসাদুজ্জামান বলেন, ক্লদিও ক্যানিজিয়ার উপস্থিতি এই টুর্নামেন্টে এক নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশের দর্শকরা প্রথমবারের মতো কাছ থেকে দেখতে পাবেন এই দুই কিংবদন্তিকে।

আয়োজকরা মনে করছেন, কাফু ও ক্যানিজিয়ার আগমন শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় নির্বাচনের দিনই গণভোট

জাতীয় নির্বাচনের দিনই গণভোট

১.৫ ডিগ্রি সীমা ধরে রাখা জরুরি, বিজ্ঞানীদের বার্তা

১.৫ ডিগ্রি সীমা ধরে রাখা জরুরি, বিজ্ঞানীদের বার্তা

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ঢাকায় আসছেন ২ ফুটবল কিংবদন্তি

ঢাকায় আসছেন ২ ফুটবল কিংবদন্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App