×

জাতীয়

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনার আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনার আহ্বান

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুদের শুধু গান, নাচ বা আবৃত্তির মধ্যেই সীমাবদ্ধ না রেখে প্রযুক্তি, খেলাধুলা, রচনা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, আনন্দের মধ্য দিয়ে নিজের মেধাকে আবিষ্কার করা—এই সুযোগটাই আমরা শিশুদের দিতে চাই।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, শিশু-কিশোররা শুধু গাইতে বা নাচতে পারে না—তারা আরো অনেক কিছু করতে পারে। তাদের অংশগ্রহণের সুযোগ রচনা, প্রযুক্তি বা উদ্যোক্তা প্রতিযোগিতায়ও তৈরি করা উচিত। প্রতিটি শিশুরই কোনো না কোনো প্রতিভা আছে; শুধু একধরনের মাপকাঠিতে তাদের বিচার করা ঠিক নয়।

আরো পড়ুন : বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

তিনি বলেন, আজ যারা বিজয়ী হয়েছে, তারা নানা স্তর পেরিয়ে এসেছে, এটা তাদের জীবনের বড় একটি অর্জন। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে আরো ভালো কিছু করতে অনুপ্রাণিত করবে। এই প্রতিযোগিতা মূলত আত্ম-আবিষ্কারের সুযোগ তৈরি করে দেয়।

মুহাম্মদ ইউনূস বলেন, আমি কেমন বাংলাদেশ দেখতে চাই—এ নিয়ে রচনা প্রতিযোগিতা হতে পারে। উদ্ভাবনভিত্তিক বা প্রযুক্তি প্রতিযোগিতাও আয়োজন করা যেতে পারে। স্কুল পর্যায়ে প্রযুক্তি প্রতিযোগিতা শুরু হলে শিশুরা শিখবে কীভাবে নতুন কিছু তৈরি করা যায়। পাশাপাশি খেলাধুলা, উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইন, এমনকি খাবার তৈরির প্রতিযোগিতাও আয়োজন করা যেতে পারে। ছেলে-মেয়ে উভয়েরই এতে অংশ নেওয়া উচিত।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ-তরুণী ও শিশু-কিশোররা দীর্ঘ পথ চলার জন্য প্রস্তুত। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা শুধু দেশের নয়, বিশ্বের সেরাদের মধ্যেও জায়গা করে নিতে পারে। আমাদের লক্ষ্য হবে আমরা বাংলাদেশেরও সেরা, আমরা বিশ্বেরও সেরা।

অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতার দুই বিভাগের বিজয়ীদের হাতে তিন লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি সকল অংশগ্রহণকারীকেও অভিনন্দন জানান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় নির্বাচনের দিনই গণভোট

জাতীয় নির্বাচনের দিনই গণভোট

১.৫ ডিগ্রি সীমা ধরে রাখা জরুরি, বিজ্ঞানীদের বার্তা

১.৫ ডিগ্রি সীমা ধরে রাখা জরুরি, বিজ্ঞানীদের বার্তা

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ঢাকায় আসছেন ২ ফুটবল কিংবদন্তি

ঢাকায় আসছেন ২ ফুটবল কিংবদন্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App