×

অর্থনীতি

হরমুজ প্রণালিতে উত্তেজনা: প্রবেশের পর ফিরে গেল তেলবাহী দুই জাহাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৫:৩৬ পিএম

হরমুজ প্রণালিতে উত্তেজনা: প্রবেশের পর ফিরে গেল তেলবাহী দুই জাহাজ

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর হরমুজ প্রণালিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে জাহাজ চলাচলেও প্রভাব পড়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে হরমুজ প্রণালি থেকে তেল পরিবহনকারী দুই জাহাজ ফিরে গিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সেটি এড়িয়ে চলার চেষ্টা করছে জ্বালানি পণ্যবাহী জাহাজগুলো।

রোববার (২২ জুন) ‘কোসউইজডম লেক’ এবং ‘সাউথ লয়্যালটি’ নামের দুটি খালি সুপারট্যাংকার হরমুজ প্রণালিতে প্রবেশ করে। পরে আচমকা গন্তব্য বদলে ফেলে দুই জাহাজই। যার প্রতিটি ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল পরিবহনে সক্ষম।

প্রতিবেদনে জানানো হয়, এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিকল্প রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে। চলমান সংকট সরবরাহ ব্যবস্থায় কী ধরনের প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে জাহাজের মালিক ও ব্যবসায়ীরা নজর রাখছেন। 

পারস্য উপসাগরে একমাত্র সামুদ্রিক প্রবেশপথ হরমুজ প্রণালি। এর আগে একাধিকবার এ পথ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের জ্বালানিবিষয়ক দপ্তরের তথ্যমতে, বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মধ্য দিয়ে যায়। একে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ’ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

‎বিমানবন্দরে আগুন, ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

‎বিমানবন্দরে আগুন, ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, আসামি ৯০০

জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, আসামি ৯০০

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App