×

বিনোদন

অবশেষে অস্কার পাচ্ছেন টম ক্রুজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:১৬ পিএম

অবশেষে অস্কার পাচ্ছেন টম ক্রুজ

ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ অবশেষে পাচ্ছেন অস্কারের স্বীকৃতি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দেওয়া এই তারকাকে এবার সম্মানসূচক অস্কারে ভূষিত করতে চলেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

সোমবার (১৭ জুন) এক বিবৃতিতে অস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের গভর্নরস অ্যাওয়ার্ডসে চারজন শিল্পীকে সম্মাননা দেওয়া হবে, তাদেরই একজন টম ক্রুজ। এই তালিকায় টম ক্রুজ ছাড়াও রয়েছেন কোরিওগ্রাফার ডেবি অ্যালেন, ‘ডু দ্য রাইট থিং’ সিনেমার প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং কিংবদন্তি সংগীতশিল্পী ডলি পার্টন।

অস্কার একাডেমির সভাপতি জ্যানেট ইয়াং বলেন, ‘এই বছর গভর্নরস অ্যাওয়ার্ডসে চারজন অনন্য প্রতিভাবান শিল্পীকে তাদের অসাধারণ ক্যারিয়ার এবং বিনোদন জগতে দারুণ অবদানের জন্য সম্মানিত করা হবে।’

টম ক্রুজ এর আগে চারবার অস্কারের মনোনয়ন পেয়েছেন। ১৯৮৯ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই’ এবং ১৯৯৬ সালের ‘জেরি ম্যাগুয়ার’-এ অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতার মনোনয়ন পান। ১৯৯৯ সালে ‘ম্যাগনোলিয়া’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেও মনোনয়ন পান তিনি। এছাড়াও ২০২২ সালের ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির মাধ্যমে ‘সেরা ছবি’ বিভাগেও মনোনীত হন এই অভিনেতা।

এতসব মনোনয়ন পেলেও এবারই প্রথমবার অস্কারের ট্রফি হাতে তুলতে যাচ্ছেন টম ক্রুজ। দীর্ঘদিন ধরে নিজ হাতে ঝুঁকিপূর্ণ স্টান্ট করে, অ্যাকশন সিনেমায় নিজের বিশেষতা দেখিয়ে তিনি হলিউডে আলাদা এক অবস্থান গড়ে তুলেছেন। চলতি বছরের ১৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ

রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ

সৌদি আরব–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: যৌথ আগ্রাসন মোকাবিলার অঙ্গীকার

সৌদি আরব–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: যৌথ আগ্রাসন মোকাবিলার অঙ্গীকার

লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরো ১৭৬ বাংলা‌দে‌শি

লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরো ১৭৬ বাংলা‌দে‌শি

আটবার বাড়ার পর স্বর্ণের দাম কমলো

আটবার বাড়ার পর স্বর্ণের দাম কমলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App