×

বিনোদন

এবার ‘শার্লক হোমসকে’ নিয়ে ছবি নির্মাণ করবেন সৃজিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০১:০৪ পিএম

এবার ‘শার্লক হোমসকে’ নিয়ে ছবি নির্মাণ করবেন সৃজিত

লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেন সৃজিত। ছবি : সংগৃহীত

টলিউড ও বলিউডের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তার প্রথম ইংরেজি চলচ্চিত্র ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’। শার্লক হোমসের স্রষ্টা সার আর্থার কোনান ডয়েল-এর জীবনের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে।

লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেন সৃজিত। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে সৃজিতের ম্যাচকাট প্রোডাকশনস এবং শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড।

ছবির কাহিনি আবর্তিত হয়েছে ১৯০৬ সালের স্কটল্যান্ডের গ্লাসগোকে ঘিরে। সেখানে ঘটে যাওয়া এক রহস্যজনক হত্যাকাণ্ডের তদন্তের সময় প্রকাশ পায় জাতিগত ঘৃণা, সামাজিক পক্ষপাত ও শ্রেণি বৈষম্যের এক ভয়াবহ চিত্র। গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী জর্জ এডালজি, যাকে ভুলভাবে অপরাধী সাব্যস্ত করা হয়। ন্যায়বিচারের সন্ধানে আর্থার কোনান ডয়েল নিজেই বাস্তব জীবনে এই মামলার তদন্তে নামেন এবং সত্য উদঘাটনের জন্য লড়ে যান।

আরো পড়ুন : সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন সুস্মিতা

ছবিতে পাশাপাশি দেখা যাবে অস্কার স্লেটার মামলাও, যা ডয়েলের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে রহস্য ও মানবিকতার মেলবন্ধন তৈরি করবে।

শৈশব স্মৃতি স্মরণ করে সৃজিত বলেন, ছোটবেলায় শার্লক হোমসের গল্পে ডুবে যেতাম। ডয়েলের লেখা শুধু গোয়েন্দাগিরি নয়, এটি কৌতূহলের শারীরবিজ্ঞান এবং সত্য অনুসন্ধানের এক অনবদ্য যাত্রা।

ছবির ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ও ব্রিটিশ কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা, পাশাপাশি উপস্থিত ছিলেন ডয়েল পরিবারের সদস্যরাও।

প্রযোজক শাহনাব আলম বলেন, এলিমেন্টারি মাই ডিয়ার হোমস শুধু একটি জীবনী নয়—এটি ন্যায়বোধ, নৈতিক সাহস এবং মানবতার উদযাপন। ছবিটির শুটিং, কাস্টিং ও মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের কাছে বাস্তবায়ন সুপারিশপত্র হস্তান্তর

জুলাই সনদ সরকারের কাছে বাস্তবায়ন সুপারিশপত্র হস্তান্তর

ঝালকাঠি আওয়ামী লীগের তিন নেতা কারাগারে

ঝালকাঠি আওয়ামী লীগের তিন নেতা কারাগারে

অস্ত্রসহ আনসার থাকবে প্রতি ভোটকেন্দ্রে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অস্ত্রসহ আনসার থাকবে প্রতি ভোটকেন্দ্রে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App