মিস ইউনিভার্স
ব্যবসায়িক স্বার্থে বিজয়ী নির্ধারণ, অভিযোগ পদত্যাগী বিচারকের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
এবারের আসরে বিশ্বসুন্দরীর মুকুট জিতে নেন মেক্সিকোর ফাতিমা বশ। ছবি : সংগৃহীত
গত ২১ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠান। এবারের আসরে বিশ্বসুন্দরীর মুকুট জিতে নেন মেক্সিকোর ফাতিমা বশ। তবে তার বিজয় ঘোষণার পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রতিযোগিতার সাবেক বিচারক, লেবানিজ-ফরাসি সুরকার ওমর হারফৌচ দাবি করেছেন, ব্যবসায়িক স্বার্থে আগেই ফাতিমাকে বিজয়ী ঠিক করা হয়েছিল। এমনকি তিনি ফাতিমাকে ভুয়া বিজয়ী বলেও উল্লেখ করেছেন।
ফাইনালের দুই দিন আগে কারচুপির অভিযোগ তুলে বিচারক প্যানেল থেকে সরে দাঁড়ান ওমর হারফৌচ। তার অভিযোগ ছিল, এবারের আসরে স্বজনপ্রীতি হয়েছে, কারণ কিছু প্রতিযোগীর সঙ্গে জুরি প্যানেলের সদস্যদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।
ফাতিমার জয়ের পর তিনি আরো বড় অভিযোগ আনেন। তিনি দাবি করেন, প্রতিযোগিতার মালিক রাউল রোচা ব্যবসায়িক প্রভাব খাটিয়ে ফাতিমাকে বিজয়ী করার ব্যবস্থা করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ওমর লেখেন, ফাইনালের ২৪ ঘণ্টা আগে তিনি আমেরিকান গণমাধ্যম এইচবিও–কে জানিয়েছিলেন, মেক্সিকোর প্রতিযোগীই জিতবেন।
আরো পড়ুন : শুটিংয়ে গুরুতর আহত শ্রদ্ধা কাপুর
ওমরের দাবি, মিস মেক্সিকো একজন ভুয়া বিজয়ী। রাউল রোচার সঙ্গে ফাতিমার বাবার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তিনি আরো জানান, এক সপ্তাহ আগে দুবাইতে রাউল রোচা ও তার ছেলে আমাকে ফাতিমাকে ভোট দিতে চাপ দেন। তারা বলেছিলেন, ফাতিমার জয় তাদের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ।
অন্যদিকে অভিযোগগুলো পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রাউল রোচা। ভিডিও বার্তায় তিনি বলেন, ওমর হারফৌচ স্বেচ্ছায় পদত্যাগ করেননি; বরং অস্পষ্ট ও অস্বচ্ছ বিচার প্রক্রিয়ার দায়ে তাকে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তাকে মিস ইউনিভার্স ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে নিষিদ্ধ করা হয়েছে।
ফাতিমার মুকুট পাওয়ার আনন্দের মধ্যেই এ বিতর্কে মিস ইউনিভার্স প্রতিযোগিতা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
