×

অন্যান্য

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না : নাহিদ ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না : নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে সামনে এগোচ্ছে। দলের শক্তি সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা যা সবসময়ই পেয়েছে বলেই এনসিপি এত দূর আসতে পেরেছে। মানুষের সেই সমর্থনই ভবিষ্যতেও তাদের পথচলার ভিত্তি হবে বলে জানান তিনি।

নির্বাচনী পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, তা আমরা দেখতে পাচ্ছি না। আমরা অনেক আগেই এ বিষয়ে সতর্ক করেছি। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি এবং মাসল পাওয়ারের ব্যবহার দীর্ঘদিন ধরেই চলে আসছে। ফ্যাসিবাদের সময়ে মানুষ ভোট দিতেও পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন : সংসদ নির্বাচন ও গণভোট: নির্বাচন কমিশনের ৫ চ্যালেঞ্জ

এনসিপি আহ্বায়ক বলেন, তারা আশা করেন এবারের নির্বাচন হবে গণতান্ত্রিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক। তরুণ, স্বপ্নবাজ ও দেশপ্রেমী মানুষ সংসদে প্রবেশ করবে এটাই তাদের প্রত্যাশা।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের যে কঠোর ও দৃঢ় অবস্থান প্রয়োজন, তা এখনও দেখা যাচ্ছে না। বরং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের ঘোষণা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, এই প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। যারা একসময় বন্ধু ছিল, তারাই এখন একে অপরের বিরুদ্ধে চক্রান্ত করছে। তারা আসন্ন নির্বাচনকে ভাগাভাগির, সাজানো বা সমঝোতার নির্বাচনে রূপ দিতে চাইছে, যা গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮

আইরিশদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

আইরিশদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই

স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App