×

সরকার

এখনও উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া দেড় হাজার অস্ত্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৩ এএম

এখনও উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া দেড় হাজার অস্ত্র

লুট হওয়া ৫,৮১৮টি আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনো ১,৩৬৬টি উদ্ধার হয়নি। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে পুলিশ বাহিনী। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের পর বহু থানা ও পুলিশ স্টেশন খালি করে পালিয়ে গিয়েছিল পুলিশ সদস্যরা। ওই সময় দুর্বৃত্তরা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়।

এর একটি অংশ উদ্ধার হলেও এখনো প্রায় দেড় হাজার অস্ত্র অপরাধীদের হাতে রয়ে গেছে, যা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আশঙ্কা করছেন।

রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, গত বছরের জুলাই-আগস্টে সরকার পতনের সময় যে অস্ত্র হারিয়ে গেছে বা লুট হয়েছে, সেগুলো উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হবে। অস্ত্র উদ্ধারের তথ্য দিতে পারলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি।

আরো পড়ুন : সামনে অনেক চ্যালেঞ্জ, সেগুলো মোকাবিলা করতে হবে: তারেক রহমান

উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের আগেই অবশিষ্ট অস্ত্র উদ্ধার সম্ভব হবে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এখনও প্রায় ৭০০ অস্ত্র উদ্ধারের বাকি রয়েছে। তবে পুলিশের হিসাব ভিন্ন।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, লুট হওয়া ৫,৮১৮টি আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনো ১,৩৬৬টি উদ্ধার হয়নি। এ ছাড়া লুট হওয়া ৬ লাখ ৫১ হাজার ৮৩২টি গুলির মধ্যে উদ্ধার হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮৭টি, আর বাকি ২ লাখ ৫৭ হাজার ৮৪৫টি এখনো অপরাধীদের দখলে।

গত মাসে ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সেনাসদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী লুট হওয়া অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার করেছে এবং বাকি ২০ শতাংশ নির্বাচনের আগে জব্দ করা হবে যাতে সেগুলো দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করা না যায়। এ সময় তিনি জানান, এসব অস্ত্রের কিছু হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে আর কিছু বিক্রি হয়ে গেছে।

প্রথমদিকে যৌথ বাহিনী লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিযান ধীর হয়ে আসে। সম্প্রতি আবারও যৌথ বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। 

এ বছরের ২৮ মে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় পুলিশ মো. পারভেজ ও রিয়াজুর রহমান নামে দুই জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, একটি রিভলভার ও গুলি উদ্ধার হয়, যা গত বছরের ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হয়েছিল। তারা এসব অস্ত্র ব্যবহার করে টোল সড়কে ছিনতাই করছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৫ আগস্টের পর দেশের ৬৬৪টি থানার মধ্যে ৪৬০টিতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। এছাড়া ১১৪টি পুলিশ ফাঁড়িতেও একই ধরনের হামলা চালানো হয়। এসব ঘটনায় মোট ১১ ধরনের প্রায় ৬ হাজার অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ লুট হয়। এর মধ্যে এখনো উদ্ধার হয়নি দেড় হাজারের বেশি অস্ত্র ও আড়াই লাখের বেশি গুলি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের বিরুদ্ধে মিলল চাঞ্চল্যকর তথ্য

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের বিরুদ্ধে মিলল চাঞ্চল্যকর তথ্য

চীনের ওপর শুল্ক কি ভারতের সমান হবে, কী ইঙ্গিত দিলেন ট্রাম্প?

চীনের ওপর শুল্ক কি ভারতের সমান হবে, কী ইঙ্গিত দিলেন ট্রাম্প?

জীবনের সবচেয়ে পবিত্র দিক যৌনতা : তামান্না ভাটিয়া

জীবনের সবচেয়ে পবিত্র দিক যৌনতা : তামান্না ভাটিয়া

ভারতে গ্রেপ্তার ছাত্র হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

ভারতে গ্রেপ্তার ছাত্র হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App