ফারুকী এখন আশঙ্কামুক্ত, দোয়া চাইলেন তিশা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৯:০২ এএম

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ছবি : সংগৃহীত
সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বর্তমানে আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিশা বিষয়টি নিশ্চিত করেন।
সরকারি সফরে কক্সবাজারে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জরুরি ভিত্তিতে সফর মুলতবি করে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
আরো পড়ুন : ‘ধূমকেতু’ বাংলাদেশেও মুক্তির আবেদন, ফারুকীর কাছে প্রযোজকের অনুরোধ
স্ট্যাটাসে তিশা লিখেছেন, “ফারুকী কক্সবাজারে একটি সরকারি কর্মশালায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণে এ অবস্থা হয়েছিল। আপাতত তিনি আশঙ্কামুক্ত আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।”
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চার দিনের সফরে কক্সবাজারে আসেন ফারুকী। পরদিন রাতেই অসুস্থ হওয়ায় সব কর্মসূচি বাতিল করা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানিয়েছেন, সংস্কৃতি হাব প্রকল্প ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা ছিল, তবে সেগুলো বাতিল করা হয়েছে।