পাথর লুট
প্রশাসনের যোগসাজশের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৩:৫৭ পিএম

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার অভিযোগ, প্রশাসনের যোগসাজশ বা নীরবতা ছাড়া এত বড় লুটপাট সম্ভব নয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, আমাদের কাজ নীতিমালা প্রণয়ন করা। আমরা স্পষ্টভাবে নীতি দিয়েছি, ১৭টি এলাকায় পাথর উত্তোলন করা যাবে না। কিন্তু মাঠপর্যায়ের প্রশাসনের দায়িত্ব ছিল তা বাস্তবায়ন করা। আমরা বারবার লিখিতভাবে বলেছি। কিন্তু তারা কার্যকর পদক্ষেপ নেয়নি।
আরো পড়ুন : পাথর লুট: দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট
পরিবেশ উপদেষ্টা বলেন, পাথর লুটপাট ঠেকাতে তিনি ও সহকারী উপদেষ্টা ফাওজুল কবির খান সরাসরি সিলেটে গিয়েছিলেন। সেখানে তাদের গাড়ি ঘিরে বিক্ষোভও করা হয়। পরে রাজনৈতিক দলগুলোর চাপে প্রশাসন দুর্বল অবস্থান নেয়।
রিজওয়ানা হাসান বলেন, এখানে হয় প্রশাসনের যোগসাজশ ছিল, নয়তো তারা নীরব থেকেছে। দুটোই হয়ে থাকতে পারে। এজন্য প্রশাসনের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে কি না, খুব দ্রুতই সবাই দেখতে পাবেন।
তিনি আরো অভিযোগ করেন, পরিবহন মালিকরা অতীতে ব্যবসায়িক স্বার্থে একাধিকবার ধর্মঘট ডেকেছিলেন। করোনার সময়ও তারা জনগণের দুর্দশার কথা চিন্তা না করে ধর্মঘটে গিয়েছিলেন। এ ধরনের চাপে প্রশাসনও পিছিয়ে গিয়েছিল।
তবে তিনি আশা প্রকাশ করেন, জনগণের ঐক্য ভবিষ্যতে লুটেরাদের আটকাতে কার্যকর হবে। আজ মানুষ শক্তি দেখিয়েছে। জনগণ যখন দাঁড়িয়ে যায়, তখন রাজনৈতিক সমর্থন পেলেও লুটেরা চক্র টিকে থাকতে পারে না।
উপদেষ্টা আরো বলেন, পাথর কোথায় যাচ্ছে, কীভাবে লুট হচ্ছে—তা এখন প্রশাসনকেই বের করতে হবে। আমি একজন পরিবেশ কর্মী হিসেবে দায়িত্ব নেব, তবে পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমার নয়।
সর্বশেষ তিনি জানান, অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই ভোলাগঞ্জ এলাকায় তিন দিনব্যাপী অভিযান চালানো হয়েছে এবং পাথর ভাঙার সব মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে পরবর্তীতে রাজনৈতিক চাপের কারণে পরিস্থিতি আবার জটিল হয়ে ওঠে।