ডা. নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫১ পিএম

অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই। ছবি : সংগৃহীত
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা এবং ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত।
এ মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড, চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রেজাউর করিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কামরুল, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, হাসান মিজি এবং সাঈদ ব্যাপারী ওরফে আবু সাঈদ। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সাইদুল, প্যাদা মাসুম, আবুল কালাম ও ফয়সাল। আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে রফিকুল ইসলামকে।
আরো পড়ুন : কক্সবাজার সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে বড় সুযোগ: ড. খলিলুর রহমান
২০১২ সালের ২৩ আগস্ট রাতে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন ডা. নিতাই। হত্যাকাণ্ডের সময় বাসায় তার বৃদ্ধা মা ছিলেন। তাঁর স্ত্রী লাকী চৌধুরী চট্টগ্রামে অবস্থান করছিলেন। পরদিন নিহত চিকিৎসকের বাবা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।
ডা. নিতাই আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাচিপের নেতা এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাহী পরিষদের সদস্য ছিলেন।