×

সরকার

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১২:৩৮ পিএম

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

যতই চ্যালেঞ্জিং হোক না কেন, সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির জন্য ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, স্বাস্থ্য খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে সবাই একত্রিত হয়েছেন। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরি অপরিহার্য। দক্ষ মানবসম্পদ না গড়ে তুলতে পারলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় উন্নয়ন কোনো ক্ষেত্রেই সাফল্য আসবে না।

ড. ইউনূস বলেন, বিশ্বের প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তার লাভ করছে। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা, ভৌগোলিক বাস্তবতা এবং বিপুল জনসংখ্যার ঘনত্ব এ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। ফলে বিষয়টি শুধু স্বাস্থ্য খাত নয়, সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত।

আরো পড়ুন : মাইলস্টোনের তিন শিক্ষক মানবতা-সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগজনিত এবং এর মধ্যে ৫১ শতাংশ ঘটে ৭০ বছরের নিচে, যা অকাল মৃত্যু হিসেবে বিবেচিত। ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ের বড় অংশই এই রোগগুলোর পেছনে যায়। ক্যান্সার বা জটিল রোগে আক্রান্ত হলে পরিবারকে সর্বোচ্চ আর্থিক সক্ষমতা খরচ করতে হয় এবং অনেক ক্ষেত্রে বিদেশে চিকিৎসার জন্য বিপুল অর্থ ব্যয় করতে হয়।

তিনি বলেন, অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন জরুরি হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা। এর জন্য সচেতনতা বাড়ানো এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষে এটি সম্ভব নয়; কৃষি, খাদ্য, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার, গণপূর্তসহ সব মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন। প্রতিটি খাতের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।

‘যৌথ ঘোষণা’ বাস্তবায়নে কয়েকটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

অবৈধ সম্পদ: যুবলীগ নেতা বাবর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ: যুবলীগ নেতা বাবর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

শান্তিচুক্তির বিনিময়ে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা পেতে পারে ইউক্রেন?

শান্তিচুক্তির বিনিময়ে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা পেতে পারে ইউক্রেন?

প্রধান সমন্বয়কারী অযোগ্য, শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

প্রধান সমন্বয়কারী অযোগ্য, শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App