×

সরকার

বরখাস্ত হলেন আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

বরখাস্ত হলেন আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী

ছবি : সংগৃহীত

‘সচিবালয়ে ভাতা’র দাবিতে আন্দোলনে অংশ নেওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

গত সোমবার (১৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে ওই কর্মচারীদের সাময়িক বরখাস্ত করা হয়।

সচিবালয় ভাতার দাবিতে গত ১০ ডিসেম্বর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে আন্দোলনে নামেন কর্মচারীরা। ওইদিন প্রায় ছয় ঘণ্টা সচিবালয়ের ভেতরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে তার দপ্তরে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।

আরো পড়ুন : নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

পরদিনও আন্দোলন অব্যাহত থাকলে নেতৃত্বদানকারী কয়েকজন কর্মচারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। পরে তাদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালত তাদের রিমান্ডেও পাঠান।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহ-সভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন।

এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী ও আবু বেলাল; তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন; জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান; অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আন্দোলনকারীরা অর্থ উপদেষ্টাকে তার দপ্তরে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের সহায়তায় তিনি দপ্তর ত্যাগ করেন। দাবি পূরণে সরকারের আশ্বাসের পরও পরদিন আন্দোলন চলতে থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেয় এবং সচিবালয়ের ভেতর থেকেই কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচিতে পুলিশের বাধা

'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচিতে পুলিশের বাধা

ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে : ইসি সচিব

ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে : ইসি সচিব

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত

মুকুল মিয়ার জাল সনদে সরকারি চাকরিতে যোগদান

ছোট বোনের চেয়েও বয়স কম! মুকুল মিয়ার জাল সনদে সরকারি চাকরিতে যোগদান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App