×

জাতীয়

ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে : ইসি সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম

ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে : ইসি সচিব

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ একটি নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে। এখন পর্যন্ত আমরা ডেলিগেশন প্রধানের নাম জানতে পেরেছি। তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাপস।

আখতার আহমেদ বলেন, চুক্তিটি গত কার্যদিবসে সম্পন্ন হলেও ব্রাসেলসে অবস্থিত ইইউ সদর দপ্তরের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় তখন তা প্রকাশ করা হয়নি। মঙ্গলবার রাতে অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ এই তথ্য গণমাধ্যমকে জানানো হচ্ছে।

আরো পড়ুন : বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

তিনি বলেন, আমাদের যে ধারণা দেওয়া হয়েছে, তাতে ১৭৫ থেকে ২০০ জনের মতো পর্যবেক্ষক আসতে পারেন। তবে সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। ত্রিপক্ষীয় এই চুক্তির আওতায় নির্বাচন কমিশন পর্যবেক্ষক দলের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করবে।

ইসি সচিব বলেন, বিশেষ করে পর্যবেক্ষকদের যাতায়াত ও চলাচলের ক্ষেত্রে নির্বাচন কমিশন সহযোগিতা করবে। তবে কিছু নির্দিষ্ট এলাকায়, যেমন পার্বত্য চট্টগ্রামে, স্থানীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলার জন্য ইইউ পর্যবেক্ষক দলকে অনুরোধ জানানো হয়েছে। পর্যবেক্ষকরা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে করে নিয়ে আসবেন এবং দায়িত্ব শেষ হলে সেগুলো ফেরত নিয়ে যাবেন।

তিনি বলেন, চুক্তিতে উল্লেখ রয়েছে যে, ইইউ পর্যবেক্ষকরা বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুসরণ করেই তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি আরো বলেন, ইইউ ছাড়াও এখন পর্যন্ত তুরস্কসহ আরো দুই-একটি দেশ ও সংস্থার পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে প্রস্তাব পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন আছে

পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন আছে

ফিলিস্তিন, সিরিয়াসহ ৩৯ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

ফিলিস্তিন, সিরিয়াসহ ৩৯ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচিতে পুলিশের বাধা

'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচিতে পুলিশের বাধা

ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে : ইসি সচিব

ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে : ইসি সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App