×

ভারত

জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ভাষণে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে উল্লেখ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এ বক্তব্যে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন তিনি। খবর এনডিটিভির।

অধিবেশনে জয়শঙ্কর বলেন, বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল একটি দেশ রয়েছে। যখন কোনো দেশ সন্ত্রাসবাদের সরকারি নীতি গ্রহণ করে, যখন সন্ত্রাসবাদের হাব বিশালভাবে কার্যকর হয় এবং সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হয়, তখন এই ধরনের কাজকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে।

ভারতের কাছে সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিয়ে তিনি বলেন, ভারত স্বাধীনতার পর থেকে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। গত কয়েক দশক ধরে ভারতে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে, সেগুলোর জন্য পাকিস্তান দায়ী।

অপারেশন সিঁদুরের প্রসঙ্গে জয়শঙ্কর উল্লেখ করেন, ভারত তার জনগণকে রক্ষায় আত্মরক্ষার ব্যবহার করেছে এবং যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের বিচার নিশ্চিত করেছে।

তিনি বলেন, সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদের বাস্তুতন্ত্রের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করা জরুরি। যারা সন্ত্রাসপৃষ্ঠপোষক দেশগুলোর সঙ্গে যুক্ত, তারা দেখবে সন্ত্রাসবাদ তাদেরকেই লক্ষ্য করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লাইম লাইটে এলেও জনমনে জামায়াতের প্রভাব কম: মির্জা ফখরুল

লাইম লাইটে এলেও জনমনে জামায়াতের প্রভাব কম: মির্জা ফখরুল

কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের সড়ক অবরোধ

কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের সড়ক অবরোধ

জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা

জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা

খেলা দেখার দিন শেষ, নিজেরা খেলব: ড. ইউনূস

খেলা দেখার দিন শেষ, নিজেরা খেলব: ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App