×

ভারত

উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্নের হুমকিতে কড়া বার্তা দিলো আসাম সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্নের হুমকিতে কড়া বার্তা দিলো আসাম সরকার

আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ছবি : সংগৃহীত

ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল (নর্থ-ইস্ট) বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি আর চুপ থাকবে না বলে সতর্ক করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, এ ধরনের বক্তব্য ভারতের সার্বভৌমত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত থেকে বিচ্ছিন্ন করে উত্তর-পূর্বাঞ্চল দখলের আহ্বান বাংলাদেশের হীন মানসিকতারই বহিঃপ্রকাশ। গত এক বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের নর্থ-ইস্টকে তাদের সঙ্গে একীভূত করার যেসব বক্তব্য শোনা যাচ্ছে, সেগুলো বাস্তবতা বিবর্জিত ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেন তিনি।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, ভারত একটি বিশাল রাষ্ট্র, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। অথচ এমন দেশের বিরুদ্ধে হুমকি দেওয়ার মানসিকতা বাংলাদেশের কিছু মহলের বিকৃত চিন্তার পরিচয় দেয়। তিনি বলেন, ভারতের উচিত বাংলাদেশকে সাহায্য করার ক্ষেত্রে সতর্ক থাকা এবং স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে, ভারতের বিরুদ্ধে এ ধরনের আচরণ সহ্য করা হবে না।

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন হেমন্ত বিশ্ব শর্মা। গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে ভারতের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে আলাদা করে দেওয়া হবে।

আরো পড়ুন : বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের স্থলবেষ্টিত পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের জন্য বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশই সাগরে যাওয়ার একমাত্র অভিভাবক। এই মন্তব্যের পর ভারতের শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ নিয়ে আলোচনা জোরদার হয়, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে রেখেছে।

এ প্রসঙ্গে পাল্টা বক্তব্য দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, যারা শিলিগুড়ি করিডর নিয়ে ভারতকে হুমকি দিচ্ছেন, তাদের মনে রাখা উচিত বাংলাদেশেরও দুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ করিডর রয়েছে। তিনি বলেন, একটি করিডর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস পর্যন্ত বাংলাদেশের ভেতর দিয়ে প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ। অপরটি হলো দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডর।

আসামের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার উত্তেজনাকর কূটনৈতিক পরিস্থিতির গভীরতা ও সংবেদনশীলতাকেই আরো স্পষ্ট করে তুলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা স্থগিত

প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা স্থগিত

আইপিএলে মুস্তাফিজের খেলার সময়সীমা নিয়ে যা জানা গেল

আইপিএলে মুস্তাফিজের খেলার সময়সীমা নিয়ে যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App