হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল হান্নান মাসউদের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের মধ্যম শুল্লকিয়া গ্রামের কিল্লার বাজার এলাকায় হামলা হয়।
হামলায় গুরুতর জখম হন তিনজন সমর্থক মো. হাছান উদ্দিন, এমদাদ হোসেন ও রাজিব উদ্দিন। তারা সবাই শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। আহতদের পরে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নতুন চর জাগলার ভূমি বন্দোবস্তকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ভূমিহীনদের পক্ষ নেয়ার কারণে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা মো. হাছান উদ্দিনের পিঠ ও বুকে কুপিয়ে জখম করে এবং তার ডান হাত ভেঙে দেয়। এমদাদ হোসেনকেও কুপিয়ে আহত করা হয়, আর রাজিব উদ্দিন আহত হন তাদের রক্ষা করতে গেলে।
আরো পড়ুন : পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
গুরুতর আহত মো. হাছান উদ্দিন বলেন, ভূমিহীনদের পক্ষে কথা বলার কারণে আমাদের ওপর হামলা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে দার কুপের চিহ্ন রয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে একজন অভিযুক্ত বলেন, ভূমি নিয়ে বিরোধের জেরে মারামারি হয়েছে, আমি এতে জড়িত নই। অপর অভিযুক্ত শামসুদ্দিনও দাবি করেন, প্রথমে আমাদের ওপর হামলা চালানো হয়েছিল, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সৃষ্টি করা হচ্ছে।
এ ঘটনায় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, এ ধরনের হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করছি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
