ভেনেজুয়েলায় ‘সামরিক অভিযান’, মাদুরো সস্ত্রীক আটক: ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় একটি ‘বৃহৎ আকারের হামলা’ চালিয়েছে এবং সেই অভিযানের মাধ্যমেই মাদুরোকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে এই চাঞ্চল্যকর দাবি করেন ট্রাম্প। তিনি জানান, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে ইতোমধ্যেই ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
পোস্টে ট্রাম্প আরো উল্লেখ করেন, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার ভেতরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। তবে এই হামলার ধরন, সময় কিংবা সুনির্দিষ্ট স্থান সম্পর্কে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এই দাবির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা তৈরি হয়েছে। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মাদুরো সরকারের সম্পর্ক ছিল অত্যন্ত বৈরী। ট্রাম্পের দাবি সত্য হলে, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
উল্লেখ্য, ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের বিরুদ্ধে একনায়কতন্ত্র কায়েম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
