×

রাজনীতি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে এসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

একই সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দেন তিনি।

মনোনয়ন বাতিলের কারণ ব্যাখ্যা করে তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা তার মনোনয়নপত্র আপাতত গৃহীত হয়নি। তবে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং সেই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।

তিনি জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে এক শতাংশ ভোটারের স্বাক্ষর প্রয়োজন হয়। নির্ধারিত সংখ্যার চেয়ে প্রায় ২০০টি অতিরিক্ত স্বাক্ষর তিনি জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য যাচাই করে, যার মধ্যে আটজনের তথ্য সঠিক পাওয়া যায়।

তবে বাকি দুইজন ভোটারের ক্ষেত্রে গরমিল পাওয়া গেছে বলে জানান তিনি। তাসনিম জারা বলেন, ওই দুইজন ব্যক্তি বাস্তবেই বিদ্যমান ছিলেন এবং স্বাক্ষরও দিয়েছেন, কিন্তু তারা ঢাকা-৯ আসনের ভোটার নন। অথচ তারা নিজেদের ঢাকা-৯ আসনের ভোটার বলেই জানতেন। একজনের বাসা খিলগাঁও এলাকায় হওয়ায় তিনি নিজেও মনে করেছিলেন যে ওই ব্যক্তি ঢাকা-৯ আসনের ভোটার।

তিনি আরো বলেন, ওই দুইজনের পক্ষেই জানা সম্ভব ছিল না যে তারা কোন আসনের ভোটার। নির্বাচন কমিশন ভোটারদের জন্য এমন কোনো ব্যবস্থা রাখেনি, যাতে তারা সহজে জানতে পারেন তারা কোন সংসদীয় আসনের ভোটার। সে কারণেই অনিচ্ছাকৃত এই ভুল হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন ডা. তাসনিম জারা। একই সঙ্গে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানান। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি সমঝোতার প্রতিবাদেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত ৪০

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত ৪০

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা আজ

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা আজ

ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ, আইসিসিকে চিঠি

ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ, আইসিসিকে চিঠি

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App