×

আইন-বিচার

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যাসহ পাঁচটি মামলায় হাইকোর্টে জামিন দিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালত আইভীর জামিন সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে এ সিদ্ধান্ত দেন। এ মামলায় আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

এর আগে, চলতি বছরের মে মাসে একই হত্যাকাণ্ডে তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত।

গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আদমজীর এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। তাকে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তার দাফন করা হয়।

আরো পড়ুন : সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন

এই ঘটনায় নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করেন। এ মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লন্ডন থেকে নিউইয়র্ক: ইসলামী ও প্রবাসী নেতৃত্বের জয় ও পশ্চিমের নতুন শঙ্কা

লন্ডন থেকে নিউইয়র্ক: ইসলামী ও প্রবাসী নেতৃত্বের জয় ও পশ্চিমের নতুন শঙ্কা

টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের সময়োপযোগী উদ্যোগ

এনইআইআর বাস্তবায়ন টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের সময়োপযোগী উদ্যোগ

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ফিলিপিন্সে আঘাত হানছে ‘সুপার টাইফুন’ ফাং ওয়াং

ফিলিপিন্সে আঘাত হানছে ‘সুপার টাইফুন’ ফাং ওয়াং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App