×

আইন-বিচার

বাগেরহাটে ৪ আসন পুনর্বহাল, ইসির সিদ্ধান্ত অবৈধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পিএম

বাগেরহাটে ৪ আসন পুনর্বহাল, ইসির সিদ্ধান্ত অবৈধ

হাইকোর্ট। ছবি : সংগৃহীত

বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করার নির্বাচন কমিশনের (ইসি) গেজেট বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে বাগেরহাটে আবারও চারটি আসন পুনর্বহাল করতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ইসির লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।

রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ও অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। ইসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

রায়ের পর ব্যারিস্টার জাকির হোসেন জানান, যেহেতু আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখেছেন, তাই ইসিকে ২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল করে নতুন গেজেট জারি করতে হবে। একইসঙ্গে গাজীপুরের পাঁচটি আসনও পূর্বের মতোই বহাল থাকবে।

আরো পড়ুন : এনসিপি:  প্রথম ধাপে ১২৫ প্রার্থীর নাম ঘোষণা

১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছে। ঐতিহ্যগতভাবে, বাগেরহাট–১: চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট; বাগেরহাট–২: বাগেরহাট সদর, কচুয়া; বাগেরহাট–৩: রামপাল, মোংলা; বাগেরহাট–৪: মোরেলগঞ্জ, শরণখোলা অন্তর্ভূক্ত ছিল। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩০ জুলাই ইসি চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নামে রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তারা সর্বদলীয় সম্মিলিত কমিটি গড়ে আন্দোলন, হরতাল-অবরোধসহ নানা কর্মসূচি পালন করে। কমিশনের শুনানিতেও চার আসন বহালের দাবি তুলে ধরেন তারা।

তবে ইসি গত ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে বাগেরহাটকে তিনটি আসনে বিন্যস্ত করে। নতুন সীমানায়, বাগেরহাট–১: বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট; বাগেরহাট–২: ফকিরহাট, রামপাল, মোংলা; বাগেরহাট–৩: কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ট্রাক মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন দুটি রিট দায়ের করে। রিটে বিবাদী করা হয় সরকার, প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং অ্যাটর্নি জেনারেলকে।

হাইকোর্ট ১৬ সেপ্টেম্বর রুল জারি করে জানতে চান—কেন বাগেরহাটের চারটি আসন বহাল রাখা হবে না এবং কেন তিন আসনের গেজেট অবৈধ ঘোষণা করা হবে না। পরবর্তীতে ১০ নভেম্বর হাইকোর্ট ইসির গেজেটকে অবৈধ ঘোষণা করে চার আসন বহালের নির্দেশ দেন। গত ৩ ডিসেম্বর হাইকোর্ট আবারও রায় প্রকাশ করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট জারি করতে ইসিকে নির্দেশ দেন।

এই রায়ের বিরুদ্ধেই আপিল করে নির্বাচন কমিশন, যা আজ আপিল বিভাগ খারিজ করে দিয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে গ্রেপ্তার হলো সেই গৃহকর্মী

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন যেভাবে গ্রেপ্তার হলো সেই গৃহকর্মী

আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চাইলেন সালমান-আনিসুল

মানবতাবিরোধী অপরাধ আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চাইলেন সালমান-আনিসুল

লিগের সেরা হয়ে রেকর্ড গড়লেন মেসি

লিগের সেরা হয়ে রেকর্ড গড়লেন মেসি

বাগেরহাটে ৪ আসন পুনর্বহাল, ইসির সিদ্ধান্ত অবৈধ

বাগেরহাটে ৪ আসন পুনর্বহাল, ইসির সিদ্ধান্ত অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App