×

মধ্যপ্রাচ্য

আমাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল : পেজেশকিয়ান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৯:৫৭ এএম

আমাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল : পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাত চলাকালে তাঁকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল। বিখ্যাত মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

সাক্ষাৎকারে কার্লসনের প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, হ্যাঁ, তারা আমাকে হত্যার পরিকল্পনা করেছিল এবং চেষ্টা করেছিল; কিন্তু তারা ব্যর্থ হয়েছে। খবর এএফপির।

ইরানের প্রেসিডেন্ট জানান, গত জুন মাসে সংঘাতের শুরুর দিকে তেহরানে এক জরুরি বৈঠক চলাকালে যে এলাকায় তিনি অবস্থান করছিলেন, সেখানে হঠাৎ করেই ব্যাপক বোমাবর্ষণ শুরু হয়। পরে তদন্তে জানা যায়, যুক্তরাষ্ট্র নয়, এই হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।

আরো পড়ুন : অবশেষে জনসম্মুখে আসলেন ইরানের সর্বোচ্চ নেতা

গত ১৩ জুন থেকে ইরানের পরমাণু কর্মসূচিকে থামাতে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তখন বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি।

ইসরায়েলি অভিযানে ইরানের ফার্দো, ইসফাহান ও নানতাজ শহরে অবস্থিত গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই সংঘাতে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হন।

টাকার কার্লসনের সঙ্গে আলোচনায় পেজেশকিয়ান আরো জানান, ইসরায়েলি হামলার আগে ইরান তার পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ছিল। সংঘাতের সময় সেই সংলাপ বন্ধ হয়ে যায় এবং এখনো তা পুনরায় শুরু হয়নি।

তবে পেজেশকিয়ান বলেন, ওয়াশিংটন যদি আগ্রহী হয়, আমরা আবারও আলোচনায় বসতে রাজি আছি। তবে তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আমরা কীভাবে বিশ্বাস করব যে আলোচনার মাঝখানে ইসরায়েল ফের হামলা চালাবে না? এমন কোনো নিশ্চয়তা কি আছে?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে সমুদ্রে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে সমুদ্রে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

গাজায় গণহত্যা চালাতে গিয়ে নিহত ৫ ইসরায়েলি সেনা

গাজায় গণহত্যা চালাতে গিয়ে নিহত ৫ ইসরায়েলি সেনা

ফ্যাসিস্টদের বিচার করতে হবে: নাহিদ ইসলাম

ফ্যাসিস্টদের বিচার করতে হবে: নাহিদ ইসলাম

তারকাখচিত হয়েও শ্রীদেবীর যে ছবি কখনো মুক্তি পায়নি

তারকাখচিত হয়েও শ্রীদেবীর যে ছবি কখনো মুক্তি পায়নি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App