পুতিন বরখাস্ত করার পরই রুশ মন্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:৫৯ এএম

রাশিয়ার পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইত। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লিদিমির পুতিন এক ডিক্রির মাধ্যমে দেশটির পরিবহনমন্ত্রী স্তারোভোইতকে বরখাস্ত করার পর মস্কোর শহরতলিতে নিজ গাড়িতেই তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে।
পুতিন কোনও রকম কারণ না দর্শিয়েই বরখাস্ত করেছিলেন তাকে। এর কয়েক ঘণ্টা পরই মস্কোর শহরতলিতে নিজের গাড়ির মধ্যেই গুলিবিদ্ধ মরদেহ মিলেছে সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইতের।
সোমবার (৭ জুলাই) এ কথা জানিয়েছেন রুশ তদন্তকারীরা। তারা বলেন, স্তারোভোইত আত্মহত্যা করেছেন বলেই মূলত ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।
পুতিন এদিন সকালেই এক ডিক্রির মাধ্যমে স্তারোভোইতকে বরখাস্ত করে উপ-পরিবহনমন্ত্রীকে তার জায়গায় নিয়োগ করেছিলেন।
২০২৪ সালের মে মাসে পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন স্তারোভোইত। অর্থাৎ, বছর খানেক এই দায়িত্বে ছিলেন তিনি। এর আগে পাঁচ বছর তিনি ছিলেন রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলের গভর্নর।
আরো পড়ুন : ব্রিকসে যুক্ত দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
পরিবহনমন্ত্রী পদ থেকে তাকে বরখাস্তের কোনও কারণ জানানো না হলেও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, স্তারোভোইতের বিরুদ্ধে কুর্স্ক অঞ্চলে দুর্নীতির তদন্তের সঙ্গে তাকে বরখাস্ত করার যোগ থাকতে পারে।
তবে পরিবহন খাতের এক সূত্র জানিয়েছে, কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনের সঙ্গে রাশিয়ার সীমান্ত এলাকায় দূর্গ নির্মাণের জন্য বরাদ্দ হওয়া তহবিল আত্মস্যাতের ঘটনায় মাসখানেক ধরেই স্তারোভোইতের পদ নিয়ে প্রশ্ন উঠছিল।
অর্থ আত্মস্যাতের অভিযোগে কুর্স্কে স্তারোভোইতের উত্তরসূরি অ্যালেক্সি স্মিরনভকে গত এপ্রিলে গ্রেফতার করা হয়। একই মামলায় স্তারোভোইতকেও আসামি হিসাবে হাজির করার কথা ছিল বলে জানিয়েছে রাশিয়ার ‘কমারসান্ত’ পত্রিকা।
স্তারোভোইত ঠিক কখন মারা গেছেন তা স্পষ্ট নয়। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলোভ রাশিয়ার সংবাদমাধ্যম আরটিভিআইকে বলেছেন, স্তারোভোইতের মৃত্যু হয়েছে বেশ কিছুক্ষণ আগে।
রাশিয়ার তদন্ত কমিটি বলছে, ঠিক কী ঘটেছে তা তারা খতিয়ে দেখছে। রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম বলেছে, স্তারোভোইতের মরদেহের পাশে একটি পিস্তলও পাওয়া গেছে, যেটি তার নিজের।
সোমবার সাংবাদিকরা প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে প্রশ্ন করেন, স্তারোভোইতের পদচ্যুতি কি তার ওপর প্রেসিডেন্টের আস্থাহীনতার ইঙ্গিত?
জবাবে পেসকভ বলেন, যদি আস্থাহীনতার বিষয় থাকে, তাহলে ডিক্রিতে তা উল্লেখ থাকে। এখানে তেমন কিছু বলা হয়নি।