×

মধ্যপ্রাচ্য

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রস্তাবই সেরা: রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রস্তাবই সেরা: রাশিয়া

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি : সংগৃহীত

পারস্পরিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা থাকলেও গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন। তবে তিনি উল্লেখ করেছেন, এই মুহূর্তে এটি সেরা প্রস্তাব হলেও আদর্শ নয়।

ল্যাভরভ বলেন, গাজায় রক্তপাত বন্ধ করা সবচেয়ে জরুরি। ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব পায়নি। তবে চলমান পরিস্থিতিতে আলোচনার টেবিলে বিকল্প নেই। তিনি আরো জানান, ইসরায়েল, হামাস এবং মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার যদি রাশিয়ার সহযোগিতা চায়, তবে মস্কো প্রস্তুত রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি স্থাপনের নতুন পরিকল্পনা ঘোষণা করেন। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার পাশে ছিলেন। ৩ অক্টোবর হামাসও এ পরিকল্পনায় সম্মতি দেয়। এরপর ৪ অক্টোবর ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেন।

আরো পড়ুন : গাজামুখী নৌবহর আটক, শহিদুল আলম অপহৃত

৬ অক্টোবর শারম আল শেখে অনুষ্ঠিত বৈঠকে ইসরায়েল, হামাস, মিসর, যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধি দীর্ঘ আলোচনা করেন। দুই দিনেরও বেশি আলোচনার পর ট্রাম্পের পরিকল্পনার প্রাথমিক বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল-হামাস। এ তথ্য নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প।

রাশিয়া শুরু থেকেই মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধানের দৃঢ় সমর্থক। ২০২৩ সালের ৮ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করলে রাশিয়া যুদ্ধবিরতির আহ্বান জানায়। একই বছরের ১৬ অক্টোবর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে রাশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

বিমানবন্দরে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন ভুক্তোভোগী

বিমানবন্দরে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন ভুক্তোভোগী

এয়ারপোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এয়ারপোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App