সঙ্গীতজীবনের ইতি টানছেন তাহসান, জানালেন কারণ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান আড়াই দশক ধরে সঙ্গীতের মঞ্চ মাতিয়েছেন। ফেসবুকে প্রায় এক কোটি এবং ইনস্টাগ্রামে সাড়ে তিন লাখের বেশি অনুসারী তাঁর। কিন্তু হঠাৎই দুটি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টই বন্ধ রেখেছেন তিনি। ভক্তদের উদ্দেশে এ বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি।
এর মধ্যেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে হাজির ভক্তরা পেলেন আরো চমকপ্রদ খবর। মঞ্চে গান গাওয়ার ফাঁকে তাহসান ঘোষণা করেন, অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। আসলে শেষ কনসার্ট নয়, শেষ ট্যুর। ধীরে ধীরে হয়তো সংগীতজীবনের ইতি টানব। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই “দূরে তুমি দাঁড়িয়ে” দেখতে কেমন লাগে।
এই ঘোষণা শুনে হলজুড়ে মুহূর্তেই নেমে আসে স্তব্ধতা। দর্শকেরা একসঙ্গে চিৎকার করে না–না বলতে থাকেন, অনেকেই চোখের জল লুকাতে পারেননি। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থেকে গান চালিয়ে যান তাহসান।
সোমবার একটি সংবাদমাধ্যমকে তাহসান বলেন, একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি।
আরো পড়ুন : ধোঁয়াশা কাটছে না জুবিন গার্গের মৃত্যু নিয়ে, ভাইরাল নতুন ভিডিও
পেশাদার সংগীতে ২৫ বছর পার করছেন তাহসান। রজতজয়ন্তী উপলক্ষে তিনি এখন অস্ট্রেলিয়া ট্যুরে আছেন। ব্রিসবেন, অ্যাডিলেড ও সিডনিতে হাজারো দর্শকের সামনে মঞ্চ মাতিয়েছেন তিনি। প্রতিটি কনসার্টেই ভিড় প্রমাণ করেছে, তাঁর জনপ্রিয়তা এখনও আগের মতো অটুট। তবে মেলবোর্নের কনসার্টে পাওয়া ঘোষণাটি ভক্তদের মন ভারী করে দিয়েছে। পার্থে হতে যাওয়া কনসার্টই সম্ভবত তাঁর শেষ মঞ্চ পরিবেশনা।
তাহসান বহুবার বলেছেন, সংগীত তাঁর কাছে আবেগের জায়গা। তবে সময়, বয়স আর জীবনের অগ্রাধিকার তাঁকে নতুন করে ভাবাচ্ছে। মেয়ের বড় হয়ে ওঠা তাঁর জীবনে বড় প্রভাব ফেলেছে। তিনি মনে করেন, এখন একজন বাবার দায়িত্বই আগে।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে দাঁড়ানো এবং কনসার্ট ছাড়ার ঘোষণা—দুটিই ইঙ্গিত করছে, তাহসান এখন ব্যক্তিগত জীবনের দিকেই মনোযোগ দিতে চান। বাংলা রক গানে নতুন জোয়ার এনেছিল ব্যান্ড ‘ব্ল্যাক’। ১৯৯৮ সালে জন কবির, জাহান ও টনির হাত ধরে যাত্রা শুরু হয় এ ব্যান্ডের, পরে এতে যোগ দেন তাহসান ও মিরাজ। ২০০২ সালে বের হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’। দেশের তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে অ্যালবানের গানগুলো।
তাহসানের এই ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে লিখেছেন, আমরা তাঁকে বিদায় জানানোর জন্য প্রস্তুত নই। কেউ কেউ আশা করছেন, তিনি হয়তো কিছুদিন পর ফিরে আসবেন। তবে তাহসান জানিয়ে দিয়েছেন, গানে ফেরার কোনো সম্ভাবনা নেই।