×

খেলা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য নেদারল্যান্ডস দল ঘোষণা: কারা আছেন, কারা নেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৭:০৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য নেদারল্যান্ডস দল ঘোষণা: কারা আছেন, কারা নেই

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে নামার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গত মাসেই টি-টোয়ন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে দারুণ বোলিং করেছেন বাস ডে লেডে ও রুলফ ফন ডার মেরওয়া। বরাবরই নেদারল্যান্ডস দলের ভরসা তারা। কিন্তু দুই অলরাউন্ডারের কেউই আসছেন না বাংলাদেশ সফরে। পাশাপাশি থাকছেন না আগ্রাসী ওপেনার মাইকেল লেভিটও।

চলতি আগস্টে দেশের মাটিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং সমানসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সরকারের সবুজ সংকেত না পাওয়ায় ঢাকা সফর বাতিল করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এর আগে ভারত সফরে না আসায় প্রায় দেড় মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। তাই নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচ সিরিজ আয়োজন করেছে বিসিবি। এটি খেলতে আগামী ২৭ আগস্ট বাংলাদেশে আসবে ডাচ দল। ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর হবে ম্যাচ। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

তবে এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। কিন্তু সম্ভাব্য খেলোয়াড়েরা সবাই সিলেটে চলে গেছেন। এদিন থেকে টানা তিন দিন দুপুর থেকে রাত পর্যন্ত স্কিল অনুশীলন করবেন তারা। ২৩ আগস্ট বিরতি দিয়ে ২৪ ও ২৫ তারিখ হবে ম্যাচ পরিস্থিতির অনুশীলন। এরপর ২৬ আগস্ট বিসিবি হাইপারফরম্যান্স দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

নেদারল্যান্ডস স্কোয়াড

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রুস, সাকিব জুলফিকার, রায়ান ক্লাইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

গুঁড়িয়ে দেয়া হলো নসরুল হামিদের অবৈধ বাংলো

গুঁড়িয়ে দেয়া হলো নসরুল হামিদের অবৈধ বাংলো

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

শিবির প্যানেল থেকে যেভাবে জয়ী হতে চায় রায়হান-সালমা দম্পতি

শিবির প্যানেল থেকে যেভাবে জয়ী হতে চায় রায়হান-সালমা দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App