×

জাতীয়

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:১২ এএম

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রনেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শান্ত করার চেষ্টা করেন। ছবি : সংগৃহীত

রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতেই এ সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সরেজমিনে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রনেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শান্ত করার চেষ্টা করছেন। একইসঙ্গে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরো পড়ুন : ঢাকা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। এরপর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরো বলেন, ঘটনাটি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। যদি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, তা নেওয়া হবে। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর নিশ্চিত করতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৯ বছর পর আসামিদের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

সালমান শাহ হত্যা মামলা ২৯ বছর পর আসামিদের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

যাদুকাটার বালু নিয়ে ‘হরিলুট’

যাদুকাটার বালু নিয়ে ‘হরিলুট’

বছরের সর্বোচ্চ সংক্রমণ

ডেঙ্গু পরিস্থিতি বছরের সর্বোচ্চ সংক্রমণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App