‘আমরা চাই, আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক’

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম

ছবি: সংগৃহীত
বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোনো ধরনের ভারসাম্য নষ্ট হোক — এমন পরিস্থিতি এই মুহূর্তে আমরা সহ্য করতে পারি না। তিনি আরও যোগ করেছেন, প্রতিরক্ষা বাহিনী ও আপনার (ড. ইউনূসের) মধ্যে সুসম্পর্ক বজায় থাকাটাই আমাদের কাম্য; রাষ্ট্রকে একটি সুষম অবস্থায় রাখা অপরিহার্য। নির্বাচনের প্রাক্কালে কোনও ঝুঁকি নেয়া কখনোই আমাদের উদ্দেশ্য নয় — আমরা তা করতে পারব না এবং তা আমরা অনুমোদনও করি না।
সালাহউদ্দিন আরও সতর্ক করে বলেছেন, পতিত স্বৈরাচার ও তাদের অংশীদাররা সুবিধা নিয়ে দেশকে ব্যাহত করার সুযোগ খুঁজে বসে থাকবে; তাই আমাদের উত্তেজনাপূর্ণ বা বিপ্লবী পদক্ষেপ না নিয়ে বাস্তব বিবেচনায় চলতে হবে।
জুলাই সনদ নিয়ে বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় সালাইউদ্দিন আহমদ এসব কথা বলেন।
এসময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বিএনপির সর্বোচ্চ নীতি–নির্ধারণী ফোরামের এই সদস্য আরও বলেন, মাননীয় উপদেষ্টা আমাদের কন্টিনিয়াস সমর্থন আপনার প্রতি ছিল আছে। কিন্তু এটা কন্ডিশনাল (শর্তসাপেক্ষ)। আমাদের সমর্থন আরও অব্যাহত থাকবে, তবে এটা সীমাহীন নয়। আমরা চাই, আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন– এটাই হচ্ছে কন্ডিশন (শর্ত)। আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন নয়, আমাদের সীমারেখা আছে। আমরা গণতান্ত্রিক উত্তোরণের জন্য এই সীমারেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি, আপনি দয়া করে এটা অনুধাবন করার চেষ্টা করবেন।
তিনি বলেন, আজকে সচিবালয়ে যে সমস্ত নিয়ম, বদলি–পদায়নের জন্য আপনি মন্ত্রিপরিষদের একটা ‘কেবিনেট কমিটি’ করে দিয়েছেন, এটার কোনো চর্চা নাই। এটার কোনো ট্রাডিশন (প্রচলন) নেই। এটা কোনো নিয়ম নয়। তারা যা করছে পদোন্নতি বা নিয়োগ–বদলির মধ্যে, সেটা ওখানে একটা রাজত্ব সৃষ্টি হয়েছে। আপনি খোঁজ নেবেন। আমরা খুব অসন্তোষ প্রকাশ করছি।