×

জাতীয়

সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র কত, জানালো ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র কত, জানালো ইসি

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের প্রায় দুই-তৃতীয়াংশ ভোটকেন্দ্রকে প্রাথমিকভাবে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রায় ৭ লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েনের প্রস্তাব দিয়েছে কমিশন।

তবে কোন কেন্দ্রে কতজন সদস্য থাকবেন, কতদিন মাঠে থাকবেন এবং চূড়ান্তভাবে কতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হবে এসব বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিগগিরই কমিশন সভায় তা নির্ধারণ করা হবে।

সম্প্রতি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় ইসি ৪২ হাজারেরও বেশি কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করে। সেখানে দেখা যায়, ৮ হাজার ২২৬টি কেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’, ২০ হাজার ৪৩৭টি ‘ঝুঁকিপূর্ণ’ এবং ১৩ হাজার ৪০০টি ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে মোট কেন্দ্রের প্রায় দুই-তৃতীয়াংশকেই ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে।

ইসি জানায়, কেন্দ্রগুলোর অবস্থান, ভৌগোলিক দূরত্ব, প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব, সীমান্তবর্তী বা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা ইত্যাদি বিবেচনায় এই ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৪৩ হাজার কেন্দ্র চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট আকারে প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ফাইনাল ম্যাপিং এখনো হয়নি। কমিশন সভায় বসে আমরা তা চূড়ান্ত করব।

ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশে ৩০০ আসনে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র থাকবে। এসব কেন্দ্রে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি ও নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে, মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

এর আগে, গত ৯ জুলাই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা অংশ নেন। বৈঠকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের নিশ্চয়তা এবং নির্বাচনী নিরাপত্তা কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে জানানো হয়, ৮ লাখ সদস্যের মধ্যে ৫ লাখ ৭০ হাজার থাকবেন আনসার, ১ লাখ ৪১ হাজার পুলিশ সদস্য। এর মধ্যে ৪৭ হাজার পুলিশ সরাসরি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিজিবি ও সেনাবাহিনী স্ট্রাইক ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।

প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে প্রতিটি ভোট প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে সম্পন্ন হয়। এজন্য পুলিশের বডি ক্যামেরা ব্যবহার ও প্রতিটি ভোটকেন্দ্রকে সিসিটিভির আওতায় আনার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া, ১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকেও নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, নির্বাচনে ৯০ হাজার সেনা, আড়াই হাজার নৌবাহিনী এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে, যাতে পুরো দেশ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৬ সালে ঈদ-পূজার ছুটি যতদিন

২০২৬ সালে ঈদ-পূজার ছুটি যতদিন

সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধিসহ আসছে যেসব পরিবর্তন

সংবিধান সংশোধন সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধিসহ আসছে যেসব পরিবর্তন

রেকর্ড জুটি গড়েও হারলো ওয়েস্ট ইন্ডিজ

রেকর্ড জুটি গড়েও হারলো ওয়েস্ট ইন্ডিজ

টানা তিনদিন কমবে দিন ও রাতের তাপমাত্রা

টানা তিনদিন কমবে দিন ও রাতের তাপমাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App