×

আবহাওয়া

টানা তিনদিন কমবে দিন ও রাতের তাপমাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

টানা তিনদিন কমবে দিন ও রাতের তাপমাত্রা

ছবি : সংগৃহীত

দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা আগামী তিনদিন ক্রমান্বয়ে কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

রোববার (৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এভাবে মঙ্গলবার (১১ নভেম্বর) এবং বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে বুধবার রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া একইভাবে শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে আগামী পাঁচ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা আবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ যেদিন থেকে

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ যেদিন থেকে

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

২০২৬ সালে ঈদ-পূজার ছুটি যতদিন

২০২৬ সালে ঈদ-পূজার ছুটি যতদিন

সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধিসহ আসছে যেসব পরিবর্তন

সংবিধান সংশোধন সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধিসহ আসছে যেসব পরিবর্তন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App