×

জাতীয়

কমপ্লিট শাটডাউন ঘিরে দেশজুড়ে কড়া নিরাপত্তা

Icon

দেব দুলাল মিত্র

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

কমপ্লিট শাটডাউন ঘিরে দেশজুড়ে কড়া নিরাপত্তা

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশের এলাকা একরকম সিল করে দেয়া হয়েছে। এই এলাকায় পুলিশ, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চলছে গোয়েন্দা নজরদারি। এছাড়া নগরীর সব গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলায় বাড়তি সতর্কতা অবলম্বন ও নজরদারি জোরদার করা হয়েছে। সব বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য নগরীর বিভিন্ন স্থানে তৎপর থাকবে বলে পুলিশের দাবি।

প্রসঙ্গত, আজ সোমবার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারাদেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চারপাশে নিচ্ছিদ্র নিরাপত্তা : ট্রাইব্যুনাল ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। আজকের রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনালের চারপাশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল ঘিরে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। শাহবাগ এলাকায় পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একইভাবে মৎস ভবন মোড়, জাতীয় প্রেস ক্লাব, আব্দুল গনি রোড, দোয়েল চত্বর, টিএসসি এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শাহবাগ থেকে ঢাবির ভেতরের রাস্তা ব্যবহার করে চলাচলরত যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। দোয়েল চত্বর এলাকাতেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চলছে। সকালে আদালতে প্রবেশকালে প্রত্যেককে নিরাপত্তা তল্লাশির পর ভেতরে ঢুকতে দেয়া হবে।

বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা

আওয়ামী লীগের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে আবারো নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। লকডাউন কর্মসূচির সময় নেয়া কঠোর নিরাপত্তাব্যবস্থার অনুরূপ প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যেই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা রাজধানীজুড়ে তৎপরতা শুরু করেছে। রাজধানীর প্রবেশপথে শনিরআখড়া, যাত্রাবাড়ী, পোস্তগোলা, বাবুবাজার ব্রিজ এলাকা, গাবতলী, আব্দুল্লাহপুর এবং ডেমরা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সচিবালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান জানান, নগরীর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঢাকা মহানগর পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সব থানা এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। রায়ের দিন পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ নজরদারিতে থাকবে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী রাজধানীতে নাশকতা সৃষ্টির যে কোনো চেষ্টাকারীকে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন। মাঠ পর্যায়ে দায়িত্ব কর্মকর্তাদের বেতার বার্তার এ নির্দেশ দেন তিনি। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারও অনুরূপ নির্দেশনা দেন।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। গতকাল রবিবার সকাল ৬টা থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় এ অবরোধ শুরু হয়। এসময় মহাসড়কে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করেন দলটির কর্মীরা। কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিক্ষব্ধ জনতা সড়কের একাধিক স্থানে গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করে। এতে এই সড়কে চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। দুপুরের দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনার পর সেখানে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। ঢাকা-বরিশাল মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিজিবির অবস্থান ও টহল বাড়ানো হয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় সড়কে রাখা কাটা গাছগুলো অপসারণ করে। এসময় চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এ শাটডাউন কর্মসূচির নেতৃত্ব দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক এবং কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার। এসময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা এবং তারা ড. ইউনূস সরকারের বিপক্ষে বিভিন্ন স্লোগানও দেন। বিক্ষুব্ধ জনতা ভোরে গোপালপুর বাসস্ট্যান্ডে জড়ো হয়। এরপর তারা করাত ও দেশি যন্ত্রপাতি দিয়ে ১০ থেকে ১২টি গাছ কেটে মহাসড়কের বিভিন্ন স্থানে ফেলে রাখে। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দূরপাল্লার যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

জনতা মহাসড়কে একটি ভ্যান এনে সেটিকে মঞ্চের মতো সাজিয়ে বক্তব্য দেন মীর গোলাম ফারুক ও এনায়েত হোসেন হাওলাদার। তারা বলেন, শেখ হাসিনাকে ফাঁসি দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনূস সরকারের বিরুদ্ধে শাটডাউন কর্মসূচি চলছে। কর্মসূচি সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তারা।

স্থানীয়রা জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে অবরোধকারীরা সড়ক থেকে চলে গেলে আবারো যান চলাচল শুরু হয়।

অন্যান্য মহাসড়কে নিরাপত্তা জোরদার

ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধের ঘটনার পর দেশের অন্যান্য মহাসড়কের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মহাসড়কে হাইওয়ে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। রবিবার দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে মিনিবাসে আগুনের ঘটনার পর থেকে সড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাইওয়ে পুলিশের টহলব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়া থানা পুলিশ মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক হয়ে চট্টগ্রাম বন্দরের মালামাল আনা-নেয়া করা হয়। এসময় যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের নাশকতা চালাতে না পারে সেদিকে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা-সিলেট, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা খুলনা মহাসড়কে। এসব সড়কে রাতের বেলায় নিরাপত্তা টহল জোরদার করতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। নাশকতা ঠেকাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া চেকপোস্ট বসিয়ে যানবাহনে নিরাপত্তা তল্লাশি ও সন্দেহভাজনদের দেহ তল্লাশি করছে পুলিশ।

বামনায় চার প্রতিষ্ঠানে শাটডাউনের পক্ষে তালা

বরগুনার বামনা থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে সরকারি-বেসরকারি ৪টি প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়ার ঘটনা ঘটে। পাশেই সাঁটানো কাগজে লেখা ছিল ‘১৬-১৭ই নভেম্বর সর্বাত্মক শাটডাউন সফল ও সার্থক হোক’। এরপর পুলিশ নিরাপত্তা জোরদার করে। বামনা সরকারি ডিগ্রি কলেজ, বুকাবুনিয়া ইউনিয়ন ভ‚মি কার্যালয়, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন। 

বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি বলেন, সকালে এসে ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা স্কুল গেটে শিকল দিয়ে তালা মারা দেখতে পান। পরে পুলিশকে খবর দিয়ে তালা ভেঙ্গে ফেলা হয়। এরপর নিয়মিত ক্লাস শুরু হয়। কারা এ ঘটনায় জড়িত, তা আমাদের জানা নেই।

বিদ্যালয়ের নৈশপ্রহরী আলতাফ হোসেনের বরাত দিয়ে প্রধান শিক্ষক আরো জানান, দিবাগত রাত ১টার দিকে মুখমÐল ঢেকে দূরে এক ব্যক্তিকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখেছেন আলতাফ। কিছুক্ষণ পর ওই ব্যক্তি চলে যায়। 

খবর পেয়ে পুলিশ এসে এসব প্রতিষ্ঠান পরিদর্শন করে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, প্রতিষ্ঠানগুলোতে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। এসব কারণে এ ঘটনা ঘটেছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ চার জেলায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে অতিরিক্ত সতর্কতামূলক দায়িত্ব পালন করছে বিজিবি। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল দল অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচিকে ঘিরে রাজধানীর নিউ ইস্কাটন, আগারগাঁও, বিমানবন্দর, হাতিরঝিল, মিরপুর ও হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

এমন পরিস্থিতিতে চার জেলায় বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এবং যে কোনো নাশকতা প্রতিরোধ করা যায়। এর আগে গত বুধবার রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যে ঢাকায় ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

গত কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, বাসে অগ্নিসংযোগ ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাই নিরাপত্তা জোরদারের মূল কারণ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা

শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত

ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত

রাজধানীতে গণপরিবহন কম, যাত্রীও কম

শেখ হাসিনার রায় রাজধানীতে গণপরিবহন কম, যাত্রীও কম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App