×

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়াতে চায় ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়াতে চায় ইসি

ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয়টি ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে, ফলে একজন ভোটারকে দুটি ভোট দিতে হবে। এ কারণে ভোটগ্রহণে অতিরিক্ত সময় প্রয়োজন হবে বলে ইসি মনে করছে।

নির্বাচন কমিশনের সূত্র জানিয়েছে, আগামী রোববার ইসির বৈঠকে ভোট গ্রহণের সময় বাড়ানো এবং নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন গত শনিবার জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসি সূত্র জানায়, নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। ৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত প্রায় দুই মাস সময় রাখা হবে। সেই হিসেবে ভোট অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের ৫ থেকে ১২ ফেব্রুয়ারি।

আরো পড়ুন : স্বচ্ছ নির্বাচনে গণমাধ্যম অপরিহার্য: ইসি কমিশনার

ভোট কেন্দ্র ও কক্ষের বিষয়ে ইসি ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। সংসদ নির্বাচনের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। তবে এবার একই দিনে গণভোটও হওয়ায় একজন ভোটারকে দুটি ভোট দিতে হবে। এতে ভোট দিতে সময় বেশি লাগবে। এজন্য শনিবার রাজধানীর একটি ভোটকেন্দ্রে মক ভোটিং আয়োজন করে ইসি। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রতিটি ভোটকক্ষে দুটি গোপন কক্ষ স্থাপন করলে ভোটকেন্দ্র বাড়ানোর প্রয়োজন হবে না।

তবে মক ভোটিংয়ে দেখা গেছে, ভোটারদের মধ্যে অনেকেই গণভোটের ব্যালট পড়ার কারণে সময় বেশি নিয়েছে। সব ভোটকেন্দ্রেই গোপন কক্ষ বাড়ানো সম্ভব নয়, বিশেষ করে গ্রামীণ এলাকায়। তাই ভোট গ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা করছে ইসি।

সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এবার এটি এক ঘণ্টা বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত করার চিন্তা করা হচ্ছে। এছাড়া সকাল ও বিকেলের সময় আধা ঘণ্টা করে বাড়িয়ে ভোট গ্রহণ করা, অর্থাৎ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে। ভোট গ্রহণের সময় বৃদ্ধি বিষয়টিও বৈঠকে আলোচনার অন্যতম বিষয় হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়াতে চায় ইসি

জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়াতে চায় ইসি

এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার

বিভ্রান্ত না হওয়ার অনুরোধ সরকারের এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার

ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যার মামলায় নিশি রহমান গ্রেপ্তার

ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যার মামলায় নিশি রহমান গ্রেপ্তার

রাজনীতি: দুই ‘মিত্রের’ ভোটের টক্কর

রাজনীতি: দুই ‘মিত্রের’ ভোটের টক্কর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App