×

জাতীয়

ভিসা আবেদনকেন্দ্র চালুর বিষয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পিএম

ভিসা আবেদনকেন্দ্র চালুর বিষয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসাকেন্দ্র (আইভ্যাক) সম্পূর্ণভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশন জানায়, গত সপ্তাহে নিরাপত্তাজনিত কারণে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা পুনরায় চালু করা হয়। বন্ধের দিনে যেসব আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প তারিখে ভিসা আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : ৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

হাইকমিশন আরো জানায়, চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও মানবিক বিবেচনায় চিকিৎসাসহ জরুরি ভিসাসেবা চালু রাখতে সচেষ্ট রয়েছে ভারতীয় হাইকমিশন। এ কারণে ঢাকা ছাড়াও খুলনা, সিলেট ও রাজশাহীর আইভ্যাক কেন্দ্রগুলোতে ভিসা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

১৮ ও ১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামে সহকারী হাইকমিশনারের প্রবেশপথে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় হাইকমিশন।

পরিদর্শনকালে আইভ্যাক কর্মকর্তারা হাইকমিশনারকে জানান, ভিসা আবেদনে বিপুল পরিমাণ জাল নথি জমা পড়ছে। পাশাপাশি দালাল ও মধ্যস্বত্বভোগীরা সার্ভারে হ্যাকের চেষ্টা করে কৃত্রিম চাপ সৃষ্টি করছেন, যার ফলে প্রকৃত আবেদনকারীরা বৈধ অ্যাপয়েন্টমেন্ট থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে প্রণয় ভার্মা সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরার আশ্বাস দেন। একই সঙ্গে আবেদনকারীদের বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে এবং দালাল ও মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।

হাইকমিশনের পক্ষ থেকে আরো জানানো হয়, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে সব আইভ্যাক পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ-ভারত উত্তেজনা দ্রুত নিরসনের আহ্বান রাশিয়ার

বাংলাদেশ-ভারত উত্তেজনা দ্রুত নিরসনের আহ্বান রাশিয়ার

ভিসা আবেদনকেন্দ্র চালুর বিষয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

ভিসা আবেদনকেন্দ্র চালুর বিষয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে সঠিক ধারণা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে সঠিক ধারণা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App