সাগরের তলায় এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনির সন্ধান পেল চীন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যানডংয়ের ইয়ানতাই জেলার লাইজহৌ উপকূলে সাগরতলের তলায় এশিয়ার বৃহত্তম স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। ভূতত্ত্ববিদদের প্রাথমিক হিসাব অনুযায়ী, খনিটিতে ৩,৯০০ টনেরও বেশি স্বর্ণ রয়েছে, যা চীনের কেন্দ্রীয় ব্যাংকের মোট স্বর্ণ মজুতের প্রায় ২৬ শতাংশের সমান।
স্থানীয় কর্মকর্তারা নিরাপত্তাজনিত কারণে খনির বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে বিশেষজ্ঞদের মতে, এটি এশিয়ার অন্যতম বৃহত্তম এবং সাগরতলের সবচেয়ে বড় স্বর্ণখনি।
গত মাসে চীন লিয়াওনিং প্রদেশে একটি খনিতে ১,৪৪০ টন এবং কুনলান পার্বত্য অঞ্চলে প্রায় ১,০০০ টন স্বর্ণের মজুত শনাক্ত করেছিল।
চীনের স্বর্ণ বাজার নিয়ন্ত্রণকারী চায়না গোল্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশটি বিশ্বের সর্ববৃহৎ স্বর্ণ আকরিক উৎপাদক। গত বছর চীনে মোট ৩৭৭ টন স্বর্ণের আকরিক উৎপন্ন হয়েছে। তবে প্রমাণিত স্বর্ণের মজুতের দিক থেকে চীন এখনও সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও রাশিয়ার মতো দেশগুলোর চেয়ে পিছিয়ে রয়েছে।
আরো পড়ুন : গ্রিস উপকূলে উদ্ধার অভিবাসীদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি
বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই চীনে খনিজ অনুসন্ধানও ত্বরান্বিত হয়েছে। প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত বছর ভূতাত্ত্বিক অনুসন্ধানে দেশটি ১,১৫৯৯ কোটি ইউয়ান (১৬৪৭ কোটি ডলার) ব্যয় করেছে। চিনের ভূতত্ত্ববিদরা কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত রাডার এবং উপগ্রহ প্রযুক্তি ব্যবহার করে এই অনুসন্ধান চালাচ্ছেন।
বিশেষজ্ঞরা বলেন, স্বর্ণ শুধুমাত্র বিনিয়োগের জন্য নয়, বরং ইলেকট্রনিক্স, মহাকাশ ও বিভিন্ন শিল্পেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু হিসেবে ব্যবহৃত হয়।
