×

পাকিস্তান

পাকিস্তানী অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৯:১৯ এএম

পাকিস্তানী অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

পাকিন্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগর। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগর আলী রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির (ডিএইচএ) একটি ফ্ল্যাট থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত্যুর প্রকৃত কারণ এখনো অজানা হলেও, ধারণা করা হচ্ছে—ফ্ল্যাটে তার মরদেহ দুই সপ্তাহ ধরে পড়েছিল।

পাকিস্তানের দক্ষিণ করাচি অঞ্চলের ডিআইজি সৈয়দ আসাদ রাজা নিশ্চিত করেছেন, ডিএইচএ ফেজ-৬ এলাকার ইত্তেহাদ কমার্শিয়াল অঞ্চলের একটি ফ্ল্যাট থেকে হুমাইরার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় গিজরি থানার পুলিশ জানায়, একটি আদালতের আদেশ অনুযায়ী ফ্ল্যাটটি খালি করার জন্য পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর ৩টা ১৫ মিনিটে পুলিশ ফ্ল্যাটের দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ এবং একটি কক্ষে পচাগলা মরদেহ দেখতে পায়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়, তারা প্রাথমিক আলামত সংগ্রহ করে।

আরো পড়ুন : তারকাখচিত হয়েও শ্রীদেবীর যে ছবি কখনো মুক্তি পায়নি

পুলিশ সূত্র বলছে, মরদেহের অবস্থা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই সপ্তাহ আগে হুমাইরার মৃত্যু হয়েছিল। তবে, এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা না কি হত্যাকাণ্ড—এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

৩২ বছর বয়সী হুমাইরা আসগর আলী পাকিস্তানি মিডিয়ায় একটি পরিচিত মুখ। তিনি আরিয়ানা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'তামাশা ঘর'-এ অংশগ্রহণ করে ব্যাপক পরিচিতি পান। এছাড়া তিনি ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জালাইবি’-তেও অভিনয় করেছিলেন।

হুমাইরার মৃত্যু ঘিরে ইতোমধ্যে রহস্য তৈরি হয়েছে। পরিবার বা বন্ধুদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটটি ছিল তার একান্ত ব্যবহারের জন্য, এবং সেসময় তিনি একাই ছিলেন। ব্যক্তিগত জীবন কিংবা মানসিক স্বাস্থ্যের দিক থেকেও তদন্তের আওতায় আনা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

আবারো অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি আটক

যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি আটক

কক্সবাজার সৈকতে ভেসে এলো আরেক চবি ছাত্রের মরদেহ

কক্সবাজার সৈকতে ভেসে এলো আরেক চবি ছাত্রের মরদেহ

চীন সফরে যাচ্ছেন জামায়াত আমির

চীন সফরে যাচ্ছেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App