×

পাকিস্তান

পাকিস্তানে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৩৪৪ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫২ পিএম

পাকিস্তানে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৩৪৪ জনের মৃত্যু

ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ছবি : সংগৃহীত

ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের উত্তরাঞ্চল। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩৪৪ জনের প্রাণহানি ঘটেছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। খবর জিও নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়ায়, যেখানে ৩২৮ জন নিহত হয়েছেন। গিলগিট বালতিস্তানে ১২ জন এবং আজাদ জম্মু-কাশ্মীরে প্রাণ হারিয়েছেন আরো ১১ জন। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ বুনার, সোয়াত, বাজৌর, বাটাগ্রামসহ বহু এলাকায় উদ্ধারকাজ এখনো চলমান। এসব এলাকায় ঘরবাড়ি, দোকান ও বহু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

আরো পড়ুন : পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টিতে নিহত ২০০

বিবিসি জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা বুনারের বেশন্ত্রি গ্রামে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে এত মানুষ মারা গেছেন যে জানাজা ও দাফন সম্পন্ন করার মতো লোক ছিল না। পাশের গ্রামের মানুষদের সহায়তায় সেসব সম্পন্ন করতে হয়েছে। স্থানীয় ব্যবসায়ী নূর ইসলাম এবং প্রবাসী মুহাম্মদ ইসলাম দুর্গত গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছেন।

নূর ইসলাম বলেন, দুপুর ১টার দিকে তিনি বেশন্ত্রি গ্রামে পৌঁছান। তখন কোনো বাড়িই অক্ষত ছিল না। তিনি জানান, সন্ধ্যা নাগাদ আমি আমার বন্ধু ও স্থানীয়দের সঙ্গে একাধিক জানাজায় অংশ নিয়েছি। সংখ্যা মনে নেই, তবে আমি নিজেই ছয়টি কবর খননে সাহায্য করেছি।

এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী বিশেষ নির্দেশ দিয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫০ কোটি টাকা জরুরি তহবিল বরাদ্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে দুদকের কার্যক্রম শুরু

‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে দুদকের কার্যক্রম শুরু

ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেপ্তার, ওসির কাছে ব্যাখ্যা চাইলো সরকার

ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেপ্তার, ওসির কাছে ব্যাখ্যা চাইলো সরকার

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App