×

পাকিস্তান

যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৮:২৫ এএম

যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের

ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।

শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে চালানো এ হামলায় অন্তত ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকতিকা প্রদেশের উরগুন ও বারমাল এলাকায় এই হামলা চালানো হয়। স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে, পাকিস্তানি ড্রোন আবাসিক এলাকায় বোমা নিক্ষেপ করে। আফগান তালেবান সরকারের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতেও এ হামলার খবর সম্প্রচারিত হয়েছে।

আরো পড়ুন : পাকিস্তান-আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১২

আফগান সামরিক কমান্ডের এক কর্মকর্তা খামা প্রেস-কে জানান, বিনা উসকানিতে পাকিস্তান আবারও আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। এ ঘটনায় আফগান সেনারা সীমান্ত এলাকায় পাল্টা হামলা শুরু করেছে। ফলে সীমান্তবর্তী অঞ্চলে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছিলেন যে, অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে এবং আফগানিস্তান উসকানি না পেলে আর কোনো হামলা চালাবে না। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

পাকতিকার কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের বিমান হামলার প্রতিক্রিয়ায় আফগান সেনারা সীমান্তে অবস্থান শক্ত করছে। তাঁরা সতর্ক করেছেন, এ সংঘাত চলতে থাকলে সীমান্ত উত্তপ্ত হয়ে উঠবে এবং এর প্রভাব সাধারণ মানুষের জীবনে ভয়াবহ হতে পারে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ‘বিশ্বাসের অভাব’ এবং সীমান্ত ইস্যুতে পারস্পরিক সন্দেহই এই সংঘাতের মূল কারণ। তাঁরা মনে করছেন, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তবে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরে আগুন : ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

বিমানবন্দরে আগুন : ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

‎বিমানবন্দরে আগুন, ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

‎বিমানবন্দরে আগুন, ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, আসামি ৯০০

জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, আসামি ৯০০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App