×

পাকিস্তান

ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজকে নিশ্চিত করেছেন ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। খবর ডনের।

ঘটনার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলাটিকে ‘আত্মঘাতী বিস্ফোরণ’ বলে আখ্যা দেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। আমরা যুদ্ধাবস্থায় আছি। কেউ যদি মনে করে পাকিস্তান সেনাবাহিনী কেবল আফগান সীমান্ত বা বেলুচিস্তানের দূরবর্তী অঞ্চলে যুদ্ধ করছে, তাহলে আজকের ইসলামাবাদের এই হামলাই তাদের চোখ খুলে দেবে।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশা করা অর্থহীন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে আদালত চত্বরে নিরাপত্তা বেষ্টনীর পাশে জ্বলন্ত গাড়ি ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে।

স্থানীয় আইনজীবী রুস্তম মালিক ফরাসি সংবাদ সংস্থা এএফপি-কে জানান, আমি গাড়ি পার্ক করে ভবনে ঢোকার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড বিস্ফোরণ শুনি। মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করে, আশপাশের কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আদালত চত্বর এলাকায় তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়।

তিনি বলেন, আমি ফটকের সামনে দুজনের মৃতদেহ দেখেছি, তখন চারপাশে আগুনে পুড়ছিল কয়েকটি গাড়ি।

হামলার পরপরই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৯ মিনিটের দিকে আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১২ জন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী, এবং আহতদের ইসলামাবাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার

মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার

ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

আলোচনার পথ সরকারই বন্ধ করেছে, গণভোটের লড়াই অবশ্যম্ভাবী

আলোচনার পথ সরকারই বন্ধ করেছে, গণভোটের লড়াই অবশ্যম্ভাবী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App